
টানা পতন থেকে বের হতে পারছে না দেশের শেয়ার বাজার। গতকাল সোমবারও
ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচকের পতনে লেনদেন হয়েছে। সপ্তাহের
প্রথম কার্যদিবস গত রবিবারও সূচক কমেছে। গত সপ্তাহেও ছিল একই অবস্থা। সবমিলিয়ে
ঘুরেফিরে পতনেই আটকে আছে শেয়ার বাজার।
বিশ্লেষকরা বলেছেন, বাজারে
বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর মতো বড় কোনো উদ্যোগ নেই। তারল্যসংকট প্রকট। গত ১৫
বছরে কারসাজি চক্র বিনিয়োগকারীদের পথে বসিয়ে দিয়েছে। এছাড়া, দেশের ব্যাংক খাতের
অবস্থা খুবই খারাপ। লাখ লাখ কোটি টাকা মন্দ ঋণে যুক্ত হচ্ছে। সবমিলিয়ে বাজার নিয়ে
আস্থা নেই বিনিয়োগকারীদের।
তারা বলেছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ
কমিশনের (বিএসইসি) উচিত বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর বিষয়ে জোর দেওয়া।
গতকাল বাজারের লেনদেনচিত্র পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে অধিকাংশ
কোম্পানির দর বাড়ার মধ্যে দিয়ে লেনদেন শুরু হলেও শেষদিকে শেয়ার বিক্রির চাপে দাম
কমে যায়। দিনশেষে এই বাজারে লেনদেনকৃত মোট ৩৮০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে
১৩৩টির, কমেছে ২০৫টির আর ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক
ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩০০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর
দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের
দিনের তুলনায় ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৩ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট
কমে ১ হাজার ১৭১ পয়েন্টে অবস্থান করছে।
তবে সূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫৫১
কোটি ৩২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫০৫ কোটি ৯৭ লাখ টাকা। সে হিসাবে
লেনদেন বেড়েছে ৪৫ কোটি ৩৫ লাখ টাকা। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার
অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো: অগ্নি সিস্টেম, সোনালী আঁশ,
মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক,
স্কয়ার ফার্মা, লাভেলো আইসক্রিম, বিচ হ্যাচারি এবং কনফিডেন্স সিমেন্ট