সময়মতো আমদানি বিল নিষ্পত্তির নির্দেশ
আমদানি বিলের দায় সময়মতো নিষ্পত্তির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সময়মতো এই বিল নিষ্পত্তি না করলে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখা (এডি শাখা) ও
দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ
সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, অথরাইজড ডিলার এবং তাদের প্রতিনিধিরা আন্তর্জাতিক শর্তে ও
স্থানীয় বিধান অনুযায়ী আমদানি সুবিধা দেয়। এই ক্ষেত্রে, লেটার অফ ক্রেডিট (এলসি)
সরবরাহকারীদের জন্য একটি সুবিধাজনক সরঞ্জাম হিসেবে কাজ করে। আমদানির দায় নির্দিষ্ট
সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে।