ফক্স নিউজের উপস্থাপককে প্রতিরক্ষা সচিব করার ঘোষণা ট্রাম্পের
সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের
উপস্থাপক পিট হেগসেথকে প্রতিরক্ষা সচিব করার ঘোষণা দিয়েছেন। হেগসেথের ওয়েব সাইটের
তথ্যানুসারে, তিনি সাবেক আর্মি ন্যাশনাল গার্ড ছিলেন। এছাড়াও আফগানিস্তান, ইরাক
এবং গুয়ানতানামো বে, কিউবায় তিনি কাজ করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) এ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। খবর
রয়টার্সের
তিনি এক বিবৃতিতে বলেছেন, পিট কঠোর, স্মার্ট এবং ‘আমেরিকা ফার্স্ট’
নীতিতে বিশ্বাসী। পিটের নেতৃত্বে, আমাদের সামরিক বাহিনী আবার দুর্দান্ত হবে এবং
যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।
হেগসেথ বলেছিলেন, সেনাবাহিনী তাকে আর চায় না। তাকে চরমপন্থি হিসেবে বিবেচনা করার
পর তিনি ২০২১ সালে সেনাবাহিনী ছেড়েছিলেন।
হেগসেথ তার বই ‘দ্য ওয়ার অন ওয়ারিয়র্স: বিহাইন্ড দ্য বিট্রেয়াল অব
দ্য মেন হু কিপ আস ফ্রি’-তে লিখেছেন, অনুভূতিটি পারস্পরিক
ছিল। আমিও এই সেনাবাহিনীকে আর চাইনি।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেন্টাগনের কর্মকর্তাদের ভেতরে এরইমধ্যে উদ্বেগ দেখা
দিয়েছে যে, ট্রাম্প যাদেরকে তার প্রতি অবিশ্বস্ত মনে করবেন, সেসব সামরিক ও
বেসামরিক কর্মকর্তাদের ছাঁটাই করতে পারেন।
চলতি বছরের জুনে ট্রাম্প ফক্স নিউজকে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে তিনি সেসব
জেনারেলকে বরখাস্ত করবেন যারা ‘জাগ্রত’
(ওক)। ‘ওক’ বলতে তাদের বোঝায় যারা জাতিগত এবং সামাজিক
ন্যায়বিচারের প্রতি বিশ্বাসী। তবে, রক্ষণশীলরা প্রগতিশীল নীতিকে অবজ্ঞা করতে এ
শব্দ ব্যবহার করেন।