তরুণদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান হোক অগ্রাধিকার

গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের অন্যতম আলোচিত বিষয় রাষ্ট্র সংস্কার। এর শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। ছাত্র, শিক্ষক, জনতা, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন এ দাবিতে সোচ্চার হয়েছিল। ভোটারবিহীন নির্বাচন, বিরোধী দলবিহীন সংসদ, নিয়োগ-বদলি-পদোন্নতিতে দলীয় বিবেচনা, অর্থ পাচার, ব্যাংক কেলেংকারি, কর্মসংস্থান সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিবিধ কারণে এক পর্যায়ে জনতা সরকারের বিরুদ্ধেই একযোগে প্রতিবাদী হয়ে ওঠে। বঞ্চনা, বৈষম্য ও অধিকারহারা মানুষের সমন্বিত প্রতিবাদে জেগে ওঠে সারাদেশ। পতন ঘটে সরকারের। প্রতিবাদী তারুণ্যের এখনকার দাবি রাষ্ট্র সংস্কার; সমতাভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা।

আমরা জানি, ব্যক্তিজীবনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের তাগিদে মানুষ পরিবার ও সমাজ গঠন করে। পরে পরিবার বা সমাজের নিরাপত্তা ও সংহতির প্রশ্নে গড়ে ওঠে রাষ্ট্র। প্রত্যেক নাগরিক রাষ্ট্রের কাছ থেকে প্রাপ্য সম্মান, মর্যাদা ও অধিকারের নিশ্চয়তা চায়। আর গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ রাষ্ট্রের মালিক ও সব ক্ষমতার উৎস। কিন্তু শাসকগোষ্ঠী যদি জনগণের অধিকার হননের চর্চা করে, তবে জনগণ সংক্ষুব্ধ হয়। সমাজের উল্লেখযোগ্য অংশ যদি মনে করে, তাদের প্রতি অবিচার হচ্ছে, ন্যায়বিচার হচ্ছে না, তখন মানুষ বিদ্রোহী বা বিপ্লবী হয়। শাসক দলের উগ্রতা, বিশেষ শ্রেণির অতি সম্মান, ক্ষমতালিপ্সা, রাজনৈতিক বৈষম্য প্রভৃতি কারণে সরকারের প্রতি জনগণের ভীতি, ক্ষোভ ও ঘৃণা বাড়তে থাকে। সাম্প্রতিক বাংলাদেশ তারুণ্যের জাগরণের অনন্য উদাহরণ।

স্বীকার্য, ন্যায্যতার সংগ্রাম ও জাতীয় স্বার্থে তারুণ্যের আত্মাহুতি, আবু সাঈদের মতো তরুণদের প্রাণ বিসর্জন গোটা জাতিকে দীর্ঘকাল প্রেরণা জোগাবে। তবে রাষ্ট্র সংস্কার চ্যালেঞ্জিং কাজ। বিশ্বব্যাপী রাষ্ট্র সংস্কারের এক ঐতিহাসিক দলিল ম্যাগনা কার্টা চুক্তি। ব্রিটিশ স্বৈরাচারী শাসক রাজা জন ১২১৫ সালের ১৫ জুন সামন্তদের চাপে ওই চুক্তিতে স্বাক্ষর করেন। সম্পাদিত চুক্তির মৌলিক ভিত্তি ছিল জনপ্রতিনিধির অনুমতি ছাড়া রাজা নাগরিকের স্বাধীনতা ও সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারবে না। ব্রিটিশ ভারতে সংস্কারের লক্ষ্যে ১৯৩৫ সালে ভারত শাসন আইন জারি করা হয়। এ আইন ভারতবর্ষের স্বাধীনতা ও গণতন্ত্র বিকাশের মাইলফলক। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ৬ দফা আন্দোলন ও ১৯৭০ সালের নির্বাচন ছিল পাকিস্তান রাষ্ট্রের সংস্কারের ঐতিহাসিক ক্ষণ, যা ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ধারাবাহিক পরিক্রমা। স্বাধীন বাংলাদেশে ১৯৯০ সালে স্বৈরশাসকের বিরুদ্ধে গণআন্দোলন ছিল গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তনের ঐতিহাসিক প্রেক্ষাপট। কিন্তু জাতীয় ব্যর্থতায় এ গণআন্দোলনের সুফল দেশে টেকসই হয়নি। স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতার পালাবদলের সংস্কৃতি এ দেশে সুপ্রতিষ্ঠিত হয়নি আজও। সে জন্যই চব্বিশের গণঅভ্যুত্থানের পর তরুণরা চাইছে রাষ্ট্র সংস্কার।

প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র সংস্কার কী? রাষ্ট্র সংস্কার হচ্ছে এমন প্রক্রিয়া, যার মাধ্যমে দেশের প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক কাঠামোর আধুনিকায়ন ও উন্নতি হয়। এর প্রধান লক্ষ্য দেশের স্থিতিশীলতা, সুশাসন ও জনগণের কল্যাণ। তা ছাড়া সমাজের সর্বস্তরের দুর্নীতি রোধ ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্র সংস্কারের মূল উদ্দেশ্য। রাষ্ট্র সংস্কারের সার্থক উদাহরণ দক্ষিণ আফ্রিকা। ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে রাজনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়। ফলে দেশে ভোটাধিকার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিশ্চিত হয়, যা স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। 
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে তারুণ্যের শক্তির নবউত্থান ঘটেছে। অন্তর্বর্তী সরকারও তারুণ্যের প্রত্যাশার আলোকে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে। সরকার ইতোমধ্যে ১০টি সংস্কার কমিশন গঠন করেছে
নির্বাচন ব্যবস্থা সংস্কার, পুলিশ সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন সংস্কার, জনপ্রশাসন সংস্কার, সংবিধান সংস্কার, স্বাস্থ্যবিষয়ক সংস্কার, গণমাধ্যম সংস্কার, শ্রমিক অধিকারবিষয়ক সংস্কার, নারীবিষয়ক সংস্কার কমিশন। 

আমরা জানি, বিপ্লব কিংবা গণঅভ্যুত্থান ছাড়া রাষ্ট্র সংস্কারের সুযোগ আসে না। তাই নীতিনির্ধারণী মহলকে বিশেষজ্ঞ দলের সমন্বয়ে দক্ষতার সঙ্গে সংস্কার কাজ পরিচালনা করতে হবে। নিরপেক্ষ দৃষ্টিকোণ, সর্বজনীন কল্যাণ ও জনমত যাচাইক্রমে সংস্কার কাজ পরিচালনার পদক্ষেপ গ্রহণ জরুরি।
রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার অন্যতম দিক আর্থসামাজিক উন্নয়নের উদ্যোগ। দেশের মৌলিক সংস্কার সাধন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সূচক অর্জনের ওপর নির্ভর করে। এ লক্ষ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ চূড়ান্ত করতে হবে। জাতীয় আয়, মাথাপিছু আয়, সঞ্চয়ের হার, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, জনসংখ্যা নিয়ন্ত্রণসহ বিবিধ আর্থসামাজিক সূচকের অগ্রগতি সাধনে উদ্যোগ নিতে হবে। 

বর্তমানে বেকারত্ব দেশের অন্যতম সামাজিক সমস্যা। তরুণ সমাজ কোটা সংস্কার আন্দোলন করেছে মেধাবীদের অধিকার প্রতিষ্ঠার জন্য। ফলে তরুণদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান সৃজন হওয়া উচিত সরকারের অগ্রাধিকার। বেকার তরুণদের যে সহজেই বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, সেটাও মনে রাখতে হবে। তাদের পেশাদার ও কর্মমুখী জীবনের জন্য তৃণমূল পর্যায়ে ব্যাপক কর্মসৃজনমূলক প্রকল্প গ্রহণ করতে হবে।

আবারও বলি, রাষ্ট্র গড়ে উঠেছে নাগরিক অধিকার, ন্যায়বিচার ও সমাজকল্যাণের লক্ষ্যে। রাষ্ট্র সংস্কারের মৌলিক নীতিও তাই হওয়া উচিত। সামাজিক সমস্যা সমাধানে সামাজিক অঙ্গীকার ও মূল্যবোধের গুরুত্ব বিবেচনা করতে হবে। কিন্তু চলমান সংস্কার প্রক্রিয়ায় বঞ্চিত, বিপন্ন, অসহায় ও নিগৃহীত মানুষের কল্যাণে প্রাতিষ্ঠানিক সংস্কার কতটা গুরুত্ব পাচ্ছে, ভেবে দেখা দরকার। তাই জাতীয় স্বার্থেই আর্থসামাজিক সংস্কার সাধন হোক আমাদের অঙ্গীকার। 

মোহাম্মদ শাহী নেওয়াজ: অধ্যক্ষ, জাতীয় সমাজসেবা একাডেমি, আগারগাঁও, ঢাকা