এফবিসিসিআই নির্বাচনে নজরুল ইসলাম মজুমদারসহ ৩২ জনের মনোনয়ন বাতিল

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচনে অন্যতম শীর্ষ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারসহ ৩২ জনের মনোনয়ন বাতিল করেছে এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড। বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড।

 

এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী এবং সদস্য কে এম এন মনজুরুল হক ও মো. শামসুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

 

এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড মঙ্গলবার ২০২৩-২৫ সালে ফেডারেশনের পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য ১০৫ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে। এর পাশাপাশি ঋণ ও করখেলাপি হওয়া এবং অন্যান্য কারণে মনোনয়ন বাতিল হওয়াদের তথ্যও জানানো হয়।

 

তবে এফবিসিসিআই সূত্রে জানা যায়, এসব প্রার্থীরা আপিলের মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পেতে পারেন।