নিজস্ব ওএমএস চালু করতে যাচ্ছে আরও ৩ ব্রোকার
আরও তিন ব্রোকারেজ হাউস গ্রাহকদের শেয়ার কেনাবেচার আদেশ স্টক এক্সচেঞ্জের ম্যাচিং ইঞ্জিনে পাঠাতে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বা ওএমএস চালু করতে যাচ্ছে। ব্রোকারেজগুলো হলো- ব্র্যাক ইপিএল, এনবিএল সিকিউরিটিজ এবং সেবা ক্যাপিটাল। এ ব্যবস্থা চালুর আগে অত্যাবশ্যকীয় ফিক্স সার্টিফিকেট পেয়েছে প্রতিষ্ঠানগুলো। ওএমএস চালুর পর এসব ব্রোকারেজ হাউসের গ্রাহকরা মোবাইল বা ডেস্কটপ অ্যাপ নিয়ে শেয়ার কেনাবেচার আদেশ দিতে পারবেন।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তিন ব্রোকারেজ হাউসকে ফিক্স সার্টিফিকেট দিয়েছে। নতুন তিনটিসহ এ পর্যন্ত আট ব্রোকারেজ হাউস ওএমএস চালু করল। এর আগে ডিএসইর যে পাঁচ ব্রোকারেজ হাউস নিজস্ব ওএমএস চালু করেছে তারা হচ্ছে– সিটি ব্রোকারেজ, লংকাবাংলা সিকিউরিটিজ, ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ এবং ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং। আরও ৪১টি ব্রোকারেজ হাউস নিজস্ব ওএমএস চালুর উদ্যোগ নিয়েছে।
স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনাবেচা দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে ব্রোকারেজ হাউস নিজ গ্রাহকদের থেকে কেনাবেচার অর্ডার গ্রহণ করে। পরে ওই অর্ডার স্টক এক্সচেঞ্জের সঙ্গে সমন্বয় (ম্যাচিং) করে লেনদেন সম্পন্ন করা হয়। ব্রোকারেজ হাউসগুলো ইলেট্রনিক যে প্রক্রিয়ায় গ্রাহকদের আদেশ গ্রহণ করে স্টক এক্সচেঞ্জের সার্ভারে পাঠায় তা ওএমএস হিসেবে পরিচিত। এখনও প্রায় সব ব্রোকারেজ হাউস স্টক এক্সচেঞ্জ থেকে নেওয়া ওএমএস ব্যবহার করে আসছে।
ওএমএস থেকে পাওয়া শেয়ার কেনাবেচার আদেশগুলো থেকে সবচেয়ে কম ক্রয় মূল্যের সঙ্গে সবচেয়ে বেশি বিক্রয় মূল্যের সঙ্গে সমন্বয় করে স্টক এক্সচেঞ্জের ম্যাচিং ইঞ্জিন। বর্তমানে যুক্তরাষ্ট্রের নাসডাক স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠানের ম্যাচিং ইঞ্জিন ব্যবহার করছে ডিএসই।
শেয়ার লেনদেন নির্বিঘ্ন করতে উন্নত বিশ্বের সব স্টক এক্সচেঞ্জ শুধু ম্যাচিং ইঞ্জিন পরিচালনা করে। শেয়ার কেনাবেচার আদেশগুলো ব্রোকারদের নিজস্ব ওএমএস দিয়ে স্টক এক্সচেঞ্জের ম্যাচিং ইঞ্জিনে পাঠাতে হয়। এতদিন ডিএসই ম্যাচিং ইঞ্জিন পরিচালনার পাশাপাশি ব্রোকারদের ওএমএস সফটওয়্যারও দিত। পরপর কয়েক বছর ব্রোকারদের থেকে পাওয়া কেনাবেচার বিপুল আদেশ ব্যবস্থাপনা করতে গিয়ে লেনদেনে বিঘ্ন হওয়ার পর ব্রোকারদের নিজস্ব ওএমএস চালুর চাপ দেয়।