আবারও বড় দরপতন শেয়ারবাজারে
সপ্তাহ পার না হতেই আবারও বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল সোমবার ফ্লোর প্রাইসের ওপরে থাকা প্রায় ৮২ শতাংশ শেয়ারের দর কমেছে। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স হারিয়েছে প্রায় ৩১ পয়েন্ট। যদিও ফ্লোর প্রাইসের ওপরে থাকা শেয়ারগুলো ফ্রি-ফ্লোট মার্কেট শেয়ারের ৩০ শতাংশেরও কম। গত ৬ জুনও সূচকের পতন হয়েছিল ৪০ পয়েন্টের বেশি।
এমন দরপতনের জন্য আয়কর আইন নিয়ে নানা বিভ্রান্তিকে দায়ী করছেন কেউ কেউ। তবে বীমা খাত, বিশেষ করে জীবন বীমা কোম্পানিগুলো শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় পুরো বাজার নেতিবাচক ধারায় গেছে বলে মনে করেন শীর্ষ কয়েকজন ব্রোকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে বলেন, নতুন আয়কর আইনের কারণে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি মুনাফায় কর বসানোর কথা বলা হয়েছে। তবে আইনটি পাস হলেও ২০১৫ সালের ১ জুলাই জারি করা এ সংক্রান্ত এসআরওটি বহাল থাকবে। নতুন আইনের একটি ধারায় তা সুস্পষ্ট করা হয়েছে। শেয়ারবাজার ‘জুয়াড়ি চক্র’ এ নিয়ে বিভ্রান্তি ছড়াতে পারে বলে মনে করেন তিনি। সাধারণ বিনিয়োগকারীদের এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন তিনি। সিনিয়র ব্রোকার মোস্তাক আহমেদ সাদেক বলেন, এ দরপতনের কারণ বোধগম্য নয়। যে বাজারে অর্ধেকের বেশি শেয়ার ফ্লোর প্রাইসে পড়ে আছে, বাজার মূলধনের ৭০ শতাংশের বেশি শেয়ারের দরে কোনো নড়াচড়া নেই; সে বাজারে সূচকের ৩০-৪০ পয়েন্ট পতন, অনেক বড় পতন। তবে কেউ কেউ মূলধনি মুনাফায় কর আরোপ হচ্ছে– এমন কথা বলছেন। নাম প্রকাশ না করার শর্তে শীর্ষ এক ব্রোকারেজ হাউসের সিইও বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কিছু শেয়ারের দর উল্লেখযোগ্য হারে বাড়ে। বিশেষ করে গত কিছুদিনে জীবন বীমা খাতের শেয়ারগুলোর দর বহুলাংশে বাড়ে। সোমবার বিক্রির চাপে এসব শেয়ারের দর কমতে দেখে পুরো বাজারই নিম্নমুখী ধারায় চলে যায়। এ দরপতনকে স্বাভাবিক উল্লেখ করে তিনি আরও বলেন, দরবৃদ্ধির পর দর সংশোধন স্বাভাবিক প্রক্রিয়া। যাঁদের যথেষ্ট পরিমাণ মুনাফা হয়েছে, তাঁরা সুযোগ বুঝে মুনাফা ‘ক্যাশ’ করবেন– এটাই স্বাভাবিক। পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক পতনে এককভাবে বড় ভূমিকা ছিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের। এ কোম্পানির শেয়ার ৬ টাকা ৩০ টাকা কমে ১৪৫ টাকা ৯০ পয়সায় নেমেছে। এতে সূচক হারিয়েছে ২ পয়েন্টের বেশি। একইভাবে ইউনিক হোটেল ও রূপালী লাইফের শেয়ারের দরপতনে দেড় পয়েন্ট করে তিন পয়েন্ট, মেঘনা লাইফ, সি পার্ল হোটেল ও ইন্ট্রাকো সিএনজির দরপতনে সোয়া পয়েন্ট করে প্রায় চার পয়েন্ট সূচক কমেছে। সার্বিক হিসাবে গতকাল ডিএসইতে ৩৫৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩২টির, কমেছে ১৪৩টির এবং শেষ পর্যন্ত ১৮১ শেয়ার আগের দিনের দরে বা ফ্লোর প্রাইসে পড়ে ছিল। ক্রেতার অভাবে ৩৬ শেয়ারের কোনো লেনদেন হয়নি। খাতওয়ারি দর বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি দর হারিয়েছে বীমা খাত। এ খাতের তালিকাভুক্ত ৫৭ কোম্পানির মধ্যে ৫৬টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে মাত্র তিনটির দর বেড়েছে, কমেছে ৪৮টির এবং বাকি পাঁচটির দর অপরিবর্তিত থেকেছে। এ খাতের সার্বিক দরপতন সোয়া ৩ শতাংশ ছাড়িয়েছে। খাদ্য ও আনুষঙ্গিক খাতে মিশ্রাবস্থা থাকলেও অন্য সব খাতের বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এর মধ্যে পাট খাতের তিন কোম্পানির সবগুলোর দর কমায় সার্বিক দরপতন হয়েছে প্রায় ৩ শতাংশ। তথ্য-প্রযুক্তি এবং ভ্রমণ ও অবকাশ খাতে দরপতন সোয়া ২ শতাংশ ছাড়ায়। এ ছাড়া সিমেন্ট, সিরামিক, সেবা ও নির্মাণ খাতে পৌনে ২ থেকে ২ শতাংশ পর্যন্ত দরপতন হয়েছে। গতকাল ২০ কোম্পানির শেয়ারের ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত দরপতন হয়েছে, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ। এর মধ্যে সাড়ে ৯ শতাংশ দর হারিয়ে দরপতনের শীর্ষে ছিল মেঘনা লাইফ। ৮ থেকে ৯ শতাংশ পর্যন্ত দর হারিয়ে এর পরের অবস্থানে ছিল– ইন্ট্রাকো, সিমটেক্স, রূপালী লাইফ, প্রগতি লাইফ ও লিগ্যাসি ফুটওয়্যার। সার্বিক দরপতনের মধ্যেও তিন শেয়ারের দর ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর মধ্যে সর্বাধিক সোয়া ৮ শতাংশ বেড়ে দরবৃদ্ধির তালিকার শীর্ষে ছিল পেপার প্রসেসিং। বাকি দুটি হলো– মেঘনা কনডেন্সন্ড মিল্ক ও জিকিউ বলপেন। দরপতনের মধ্যে লেনদেনও ৪৯ কোটি টাকা কমে ৯৮১ কোটি টাকায় নেমেছে। একক খাত হিসেবে লেনদেনে বীমা খাতের প্রাধান্য ছিল, কেনাবেচা হয়েছে ২৯১ কোটি টাকার শেয়ার; যা মোটের সাড়ে ২৯ শতাংশ। একক কোম্পানি হিসেবে মেঘনা লাইফের সাড়ে ৫০ কোটি টাকার শেয়ার কেনাবেচা ছিল সর্বোচ্চ।