সিটি ব্যাংকের সঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয়ের চুক্তি
সম্প্রতি সিটি ব্যাংক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
এর অধীনে উভয় প্রতিষ্ঠান জ্ঞান অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করবে, যা কৃষি উৎপাদন এবং এর গুণমান, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনের লক্ষ্যে কৃষি ক্ষেত্রে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান চুক্তিতে স্বাক্ষর করেন।