মেসি বনাম মদরিচ, ১৬ বছর পর মুখোমুখি লড়াইয়ে
লিওনেল মেসির বয়স ৩৫, আর লুকা মদরিচের ৩৭। অনেকেই মনে করেন, কাতারের এ বিশ্বকাপেই সম্ভবত তাদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
এ দুই
তারকার প্রথম সাক্ষাৎ হয় ২০০৬ সালে ১ মার্চ। সেবার আর্জেন্টিনাকে ৩-২ গোলে হারায়
ক্রোয়েশিয়া। খবর মার্কার।
কাতার
বিশ্বকাপের সেমিফাইনালে আজ রাতে ফের মাঠে নামছে লিওনেল মেসি ও লুকা মদরিচ। ফাইনালে
ওঠার লড়াইয়ে মরিয়া আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া দুদলই। একদিকে ফুটবল ইতিহাসের অন্যতম
সেরা খেলোয়াড় মেসি, অন্যদিকে ক্রোয়েশিয়ার সর্বসেরা খেলোয়াড়। ফুটবলপ্রেমীদের অনেকেই
বলছেন, লড়াইটা হবে হাড্ডাহাড্ডি।
আর্জেন্টিনা
ও ক্রোয়েশিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫ ম্যাচ। যেখানে দুদলের জয়ই দুটি করে।
একটি ম্যাচ ড্র হয়েছে। রাশিয়া বিশ্বকাপে নিজেদের সবশেষ দেখায় ৩-০ গোলে জিতেছিল
ক্রোয়েশিয়া। পাঁচবারের সাক্ষাতে দুদলের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছে ক্রোয়েশিয়া।
তাদের ৬ গোলের বিপরীতে আলবিসেলেস্তেদের গোল ৫টি।