ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ১৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানিরর পৌনে ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর ২৫ লাখ ৭৫ হাজার
৬০১টি শেয়ার ৩৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ৮০ লাখ ২১ হাজার
টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ
৬ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার টাকার আইডিএলসির এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৭০ লাখ ৮১ হাজার
টাকার শেয়ার লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের।
এছাড়া আমান কটনের ৬ লাখ টাকার, বিবিএস
কেবলসের ১১ লাখ ৮৯ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৭৬ লাখ ৩ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের
১৫ লাখ ৩০ হাজার টাকার, ইনটেকের ৫ লাখ ১১ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৯৫ লাখ ৭৫
হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৮ লাখ ৫০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১৭
লাখ ৮০ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৫ লাখ ৫৯ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৮
লাখ ২৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৬৫ লাখ ৭৮ হাজার টাকার, রবি আজিয়াটার ৬ লাখ ৩ হাজার
টাকার, সিলকো ফার্মার ২৬ লাখ ৩৯ হাজার টাকার এবং স্টাইলক্রাফটের ১ কোটি ৫ লাখ ৩৪ হাজার
টাকার শেয়ার লেনদেন হয়েছে।