সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
বড় বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়ানোর
আশ্বাস দেওয়ার পর মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর
শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্যসূচক বেড়েছে। একই
সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
ঈদের পর শেয়ারবাজারে টানা নয় কার্যদিবস দরপতন হলে গতকাল সোমবার ৩০
জন বড় বিনিয়োগকারীর সঙ্গে বৈঠক করে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৈঠকে বিএসইসির আহ্বানে সাড়া দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দেন বড়
বিনিয়োগকারীরা। একই সঙ্গে বড় বিনিয়োগকারীরা মার্কেট মেকারের ভূমিকা পালন করবেন
বলে কথা দেন। অপরদিকে বিএসইসি থেকে আশ্বাস দেওয়া হয় বিনিয়োগের ক্ষেত্রে বড়
বিনিয়োগকারীদের ভুলত্রুটি হলে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে।
এ পরিস্থিতিতে মঙ্গলবার (২৬ জুলাই) শেয়ারবাজারে লেনদেন শুরু হয়
প্রায় সবকয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু
হতেই ডিএসই’র প্রধান মূল্য সূচক ৩০ পয়েন্ট বেড়ে যায়। আর লেনদেনের
এক ঘণ্টা ২০ মিনিটের মাথায় সূচকটি বাড়ে ১০৩ পয়েন্ট।
লেনদেনের শুরুর দিকে সূচকের এমন বড় উত্থান দেখা দিলেও শেষ পর্যন্ত
তা অব্যাহত থাকেনি। লেনদেনের শেষদিকে এসে এক শ্রেণির বিনিয়োগকারীরা বাজারে বিক্রির
চাপ বাড়ান। দিনশেষে শতাধিক প্রতিষ্ঠান দরপতনের তালিকায় নাম লেখায়। ফলে সূচকের
ঊর্ধ্বমুখী প্রবণতা কমে আসে। অবশ্য এরপরও সূচক ঊর্ধ্বমুখী থেকেই দিনের লেনদেন শেষ
হয়েছে।
দিনের লেনদেন শেষে ডিএসইতে এক হাজার ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও
ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেয়েছে। বিপরীতে দাম কমেছে ১৭২টির এবং ৩৩টির
দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৯
পয়েন্ট বেড়ে ৬ হাজার ১১২ পয়েন্টে উঠে এসেছে।
প্রধান মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে অপর দুই সূচক। এর মধ্যে বাছাই করা ভালো
কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দুই হাজার ১৯০ পয়েন্টে অবস্থান
করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় এক পয়েন্ট বেড়ে এক হাজার ৩৩৩ পয়েন্টে
দাঁড়িয়েছে।
মূল্যসূচক বাড়ার পাশাপাশি বাজারটিতে লেনদেনের পরিমাণও বেড়েছে।
দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৮৩৮ কোটি ৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬৩৯ কোটি
৯৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৯৮ কোটি ১০ লাখ টাকা।
ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার।
কোম্পানিটির ৮০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা
আইপিডিসি ফাইন্যান্সের ২৮ কোটি ৮৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৩ কোটি ৯৭ লাখ টাকার
শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায়
রয়েছে- কাট্টালী টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, সোনালী পেপার, মতিন স্পিনিং, স্কয়ার
টেক্সটাইল, কেডিএস এক্সেসরিজ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক
সিএএসপিআই বেড়েছে ৪৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২০ কোটি ৯৮ টাকা। লেনদেন অংশ
নেওয়া ২৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১২২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৯টির এবং
৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে।