শুরুতেই শেয়ারবাজারে বড় উত্থান
বড় বিনিয়োগকারীরা বিনিয়োগ
বাড়ানোর আশ্বাস দেওয়ার পর মঙ্গলবার (২৬ জুলাই) লেনদেনের শুরুতে দেশের
শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ
প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক।
সেইসঙ্গে লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে।
প্রথম আধাঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া
৯০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। আর লেনদেন হয়েছে একশো কোটি
টাকার বেশি।
এর আগে ঈদের পর শেয়ারবাজার খুলতেই ভয়াবহ দরপতন শুরু হয়। ঈদের পর টানা নয়
কার্যদিবস দরপতন হলে সোমবার ৩০ জন বড় বিনিয়োগকারীর সঙ্গে বৈঠক করে পুঁজিবাজারের
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে নিয়ন্ত্রক সংস্থার আহ্বানে
সাড়া দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দেন বড় বিনিয়োগকারীরা।
সেইসঙ্গে বড় বিনিয়োগকারীরা মার্কেট মেকারের ভূমিকা পালন করবেন বলে কথা দেন।
অপরদিকে, বিএসইসি থেকে আশ্বাস দেওয়া হয় বিনিয়োগের ক্ষেত্রে বড় বিনিয়োগকারীদের
ভুলত্রুটি হলে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে।
এ পরিস্থিতিতে মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি
প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই বিএসইসির
প্রধান মূল্যসূচক ৩০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে
বাড়তে থাকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা।