নিজ সতীর্থকে অপহরণ করে রেখে দিতে চান বার্সা তারকা!
বৃহস্পতিবার রাতে আইনট্রাখট
ফ্রাংকফুর্টের বিপক্ষে উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ
খেলতে নামবে বার্সেলোনা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উঠে এলো বার্সার ফরোয়ার্ড
ওসুমানে দেম্বেলের চুক্তি নবায়ন বিষয়ক আলোচনা।
ফ্রাংকফুর্ট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ম্যাচ নিয়ে কথা
বলছিলেন বার্সার তরুণ ফরোয়ার্ড ফেররান তোরেস। এসময় তার কাছে দেম্বেলের ক্লাবে
থাকার বিষয়ে আপডেট জানতে চাওয়া হয়। তখন তোরেস জানান, তার সাধ্য থাকলে দেম্বেলেকে
অপহরণ করেই রেখে দিতেন।
এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, চলতি মৌসুম শেষে আদৌ বার্সেলোনায় থাকবেন কি না দলের ২৪
বছর বয়সী ফরোয়ার্ড দেম্বেলে। ক্লাবের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে বলে
জানাচ্ছে সংবাদমাধ্যমগুলো। তবে সিদ্ধান্ত যাই হোক, তাতে পূর্ণ সম্মান দেওয়ার কথাই
জানালেন তোরেস।
তিনি বলেছেন, ‘আমি তো তাকে অপহরণ করে বার্সেলোনায়
রেখে দিতাম। এটি ভালো ক্লাব, বিশ্বের অন্যতম সেরা ক্লাব। তবে কিছু জিনিস থাকে
যেগুলো আমাদের হাতে নয়। এটি তার সিদ্ধান্ত। এখন সিদ্ধান্ত যা-ই হোক, তার জন্য আমার
শুভকামনা।’
এসময় নিজের ভূমিকা নিয়ে তোরেস বলেন, ‘আমার
মতে যারা ওপরের দিকে খেলি, তাদেরই গোল-এসিস্ট করতে হবে। আমি মূলত স্ট্রাইকারের
চেয়ে উইঙ্গার হিসেবেই বেশি খেলি। তবে আমি যদি সুযোগ পাই এবং গোল করতে পারি তাহলে
সেটি দল এবং আমার জন্যই ভালো হবে।’