আরামিটের মুনাফায় উন্নতি
চলতি হিসাব বছরে দ্বিতীয়
প্রান্তিকে (২০২১ অক্টোবর-ডিসেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিটের লিমিটেডের
মুনাফা আগের হিসাব বছরের তুলনায় বেড়েছে। তবে কমেছে সম্পদের পরিমাণ।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (৬ মার্চ)
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা
হয়েছে।
ডিএসই জানায়, ২০২১ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি
মুনাফা হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১
টাকা ৫১ পয়সা। এ হিসাবে গত বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৪৭ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় উন্নতি হওয়ায় অর্ধবার্ষিক (২০২১
সালের জুলাই থেকে ডিসেম্বর) হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে।
চলমান হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৩ টাকা ১২
পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২ টাকা ১৮ পয়সা।
মুনাফা বাড়লেও কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য আগের বছরের
তুলনায় কমেছে। ২০২১ সালের ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য
দাঁড়িয়েছে ১৭২ টাকা ৯৩ পয়সা, যা ছয় মাস আগে বা জুন শেষে ছিল ১৮১ টাকা ৪২ পয়সা।
অন্যদিকে, অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্যানুযায়ী, ২০২১ সালের জুলাই
থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৮
টাকা ৯২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল
ঋণাত্মক ৫ টাকা ৯৫ পয়সা।