আজও ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার
সোমবার শান্তি আলোচনায় বসলেও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোনো সমঝোতা হয়নি। ফলে টানা ষষ্ঠ দিনেও যুদ্ধ চলছে। এর মধ্যে আজ মঙ্গলবার ঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার। যদিও গত বৃহস্পতিবার ও রোববারের শেয়ারবাজারে বড় দরপতনের জন্য এ যুদ্ধকে দায়ী করা হচ্ছিল। তবে সোমবারই ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারদর ও সূচক।
আজ মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টা শেষে প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেনে আসা ৩৬৭ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩০৮টিকে দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। বিপরীতে দর হারিয়ে কেনাবেচা হচ্ছে ২৭টি এবং দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছে ৩২টি।
এতে প্রধান শেয়ারবাজার সূচক ডিএসইএক্স ৭৭ পয়েন্ট বেড়ে ৬৮১৬ পয়েন্টে অবস্থান করছিল। সূচক বৃদ্ধির হার ১.১৪ শতাংশ। আগের দিন সোমবার সূচক বেড়েছিল ৬৩ পয়েন্ট। এর আগের দুইদিনে সূচকটির পতন হয়েছিল ২৭৫ পয়েন্ট বা প্রায় ৪ শতাংশ।
মঙ্গলবার খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, সব খাতের বেশিরভাগ শেয়ার দর বেড়ে কেনাবেচা হলেও প্রথম ঘণ্টায় বীমা খাতের শেয়ারগুলোই বেশি দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। খাতটির ৫৩ কোম্পানির সবগুলো শেয়ারকে দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। গড় দরবৃদ্ধির হার ছিল ৩ শতাংশের বেশি।
এ সময় ৫ থেকে প্রায় ১০ শতাংশ দর বেড়ে কেনাবেচা হচ্ছিল ১৩ শেয়ার। এর মধ্যে প্রায় ১০ শতাংশ দর বেড়ে দরবৃদ্ধির শীর্ষে ছিল তাকাফুল ইন্স্যুরেন্স। ইমাম বাটন, সানলাইফ ইন্স্যুরেন্স ছিল এর পরের অবস্থানে।
তবে লেনদেনের গতি বেশ কম। প্রথম ঘণ্টায় ২০৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। গতকাল সাড়ে চার ঘণ্টায় ডিএসইতে ৭৩০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল। এ লেনদেন ছিল গত বছরের ১৩ ডিসেম্বরের পর সর্বনিম্ন।
ব্যাপক দরপতনের পর গতকাল সোমবারই ঘুরে দাঁড়িয়েছিল দেশের শেয়ারবাজার। অধিকাংশ শেয়ারের দরবৃদ্ধি পাওয়ায় ডিএসইএক্স সূচক ৬৩ পয়েন্ট বেড়ে ৬৭৩৯ পয়েন্টে উঠেছিল। এর আগে গত বৃহস্পতিবার ১০৯ পয়েন্ট এবং রোববার ১৬৩ পয়েন্ট হারিয়েছিল। রোববার লেনদেন হওয়া ৩৭৯ শেয়ারের মধ্যে দর বেড়েছিল মাত্র ১০টির।
ওই দরপতনে ইউক্রেন যুদ্ধকে অনেকে দায়ী করলেও শেয়ারবাজার বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আল-আমীন মনে করেন, নেপথ্যের একটি চক্র দরপতন উসকে দিয়ে থাকতে পারে। লেনদেনের ধরন দেখে তাই মনে হয়েছে।
এ বিশ্লেষক জানান, ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়বে, তবে তা খুব বেশি হবে না। কারণ রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য অনেক বড় নয়। গত বছর বাংলাদেশ ৬৬ কোটি ডলার রপ্তানির বিপরীতে আমদানি করে ৪৮ কোটি ডলারের পণ্য। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দামসহ অন্যান্য কমোডিটি পণ্যের দরবৃদ্ধি পাবে। এর পরোক্ষ প্রভাব শেয়ারবাজারে আছে।
তবে দেশের শেয়ারবাজারে এ যুদ্ধের প্রভাব থাকার তেমন কোনো কারণ নেই বলেও জানান তিনি। এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, তালিকাভুক্ত সাড়ে তিনশ কোম্পানির মধ্যে ৩-৪টির বাণিজ্য সম্পর্ক থাকলেও বাকিগুলোর প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। ফলে এর ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্নাকা দেখছেন না শেয়ারবাজার সংশ্লিষ্টরা। অর্থনৈতিকভাবে কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত না হলে তার দাম কমারও যুক্তি নেই।