দেড়শ’ রানের আগেই গুটিয়ে গেল ভারত!

ভারতের আহমেদাবাদে শুরু হওয়া সিরিজের তৃতীয়
ডে-নাইট টেস্টে প্রথম ইনিংসে অক্ষর প্যাটেলের ঘূর্ণি জাদুতে মাত্র ১১২ রানে গুটিয়ে
যায় সফরকারী ইংল্যান্ড। এদিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংলিশ স্পিনার জো রুটের
বিষাক্ত স্পিনে ১৪৫ রান করেই অলআউট ভারত।
মাত্র ৬.২ ওভার বল করে ৩টি মেডেন নিয়ে
৮ রান দিয়ে একাই ৫টি উইকেট তুলে নিয়েছেন ইংলিশ অধিনায়ক। মাত্র ৩৩ রানের লিড নিতে পেরেছে
কোহলিরা।
প্রথম দিনই ৩৩ ওভার ব্যাট করে ৯৯ রান তুলেছিল
ভারত। তাও ওপেনার রোহিত শর্মা কিছুক্ষণ দাঁড়াতে পেরেছিলেন বলে। ৯৬ বল মোকাবেলা করে
সর্বোচ্চ ৬৬ রান করেন তিনি। বিরাট কোহলি করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান।
তবে দ্বিতীয় দিনে নেমে ২৬ রান যোগ করতেই
আরও ৫ উইকেট হারায় ভারত। ভারতের এই দুর্দশার জন্য একমাত্র দায়ী স্লো লেফট আর্ম অর্থডক্স
বোলার জ্যাক লিচ ও ডানহাতি অফব্রেক বোলার জো রুট। জো রুট এসেই একের পর এক উইকেট তুলে
নিতে শুরু করেন।
অন্য স্পিনার জ্যাক লিচও নিয়েছেন ৪ উইকেট।
জোফরা আরচারই কেবল পেসারদের মধ্যে একটি উইকেট নিতে সক্ষম হয়েছেন।
এর আগে বুধবার টস জিতে ব্যাটিংয়ে নেমে
অক্ষর প্যাটেলের গোলাপি ঘূর্ণি জাদুতে রীতিমতো কুপোকাত সফরকারীরা। ইংল্যান্ডের ১১২
রানের গুটিয়ে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অক্ষর প্যাটেল। ক্যারিয়ারের দ্বিতীয়
টেস্টেই মাত্র ৩৮ রানে ৬ উইকেট শিকার করেছেন স্পিনার অক্ষর প্যাটেল।
তিনি আরও জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে
স্বল্প প্রিমিয়ামে অর্থাৎ মাত্র ১০০ টাকা দিয়ে এক বছরের জন্য দুই লাখ টাকার চিকিৎসা
সুবিধাসহ চালু করা হয়েছে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’। এছাড়া ১৬ লাখের
বেশি প্রতিবন্ধীর জন্য স্বাস্থ্য বীমা পরিকল্প তৈরির কাজ চূড়ান্ত করা হয়েছে। চালু করা
হয়েছে ‘বঙ্গবন্ধু স্পোটর্সম্যান
ইন্স্যুরেন্স’।


