রেকর্ড পরিমান ঋণ দিতে চায় এডিবি

অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা, আর্থিক খাতের সংস্কারসহ নানা খাতে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। করোনা সংক্রমণের কারণে গত বছর এ কার্যক্রমে কিছুটা ছেদ পরে। কমেছিল ঋণ প্রদানের পরিমাণও। সে ঘাটতি পুষিয়ে দিতে বাংলাদেশকে চলতি বছর রেকর্ড পরিমাণ ঋণ দিতে চায় সংস্থাটি।

ঋণদান প্রস্তাব চূড়ান্ত করতে সম্প্রতি বিভিন্ন উন্নয়ন প্রকল্পসংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেছে এডিবি। এতে জানানো হয়, ২০২১ সালে সব মিলিয়ে প্রায় ৫৯৮ কোটি ডলার ঋণ দিতে চায় সংস্থাটি। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫১ হাজার কোটি টাকা।

সূত্র জানায়, চলতি বছর প্রদত্ত ঋণের মধ্যে অরডিনারি ক্যাপিটাল রিসোর্স (ওসিআর) থাকছে ৩৩৪ কোটি ডলার। এটি মূলত কঠিন শর্তের ঋণ। এর বাইরে কনসেশনাল ওসিআর লোন (সিওএল) থাকবে বাকি ২৬৩ কোটি ১৫ লাখ ডলার। তবে এটি তুলনামূলকভাবে কম কঠিন শর্তের। এছাড়া ৫০ লাখ ডলার অনুদান হিসেবে দেয়া হবে। এতে মোট ঋণের পরিমাণ দাঁড়ায় ৫৯৭ কোটি ৬৫ লাখ ডলার। তবে সার্বিক ঋণ কার্যক্রমের মধ্যে কভিড-১৯ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে।

২০২১ সালে প্রদত্ত ঋণের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে ফাইন্যান্স অ্যান্ড পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট খাতে। এর পরিমাণ ১৩৬ কোটি ৫০ লাখ ডলার। এর পর রয়েছে বাণিজ্য ও পরিবহন খাত, যাতে বরাদ্দের পরিমাণ ১৩৫ কোটি ডলার। এর পরই রয়েছে স্বাস্থ্য খাতে, যেখানে প্রদেয় ঋণের পরিমাণ ধরা হয়েছে ১১৯ কোটি ডলার। তবে স্বাস্থ্য খাতের পুরোটাই নতুন ঋণ, যা সর্বশেষ প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি সব খাতেই ঋণের পরিমাণ এডিবির পূর্বঘোষিত তিন বছর মেয়াদি বিজনেস পরিকল্পনার অংশ।

বৈঠকে জানানো হয়, স্বাস্থ্য খাতে এডিবি মূলত দুটি প্রকল্পে ঋণ দেবে। এগুলো হলো করোনার টিকা কেনার জন্য কভিড-১৯ এপিভিএএক্স (এশিয়া-প্যাসিফিক ভ্যাকসিন অ্যাকসেস ফ্যাসিলিটি) সাপোর্ট প্রকল্প এবং রেসপনসিভ, ইনক্লুসিভ অ্যান্ড এফিসিয়েন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট ফর স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিল্যান্স প্রোগ্রাম। এর মধ্যে করোনার ভ্যাকসিন কেনায় দেয়া হবে ৯৪ কোটি ডলার এবং স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিল্যান্স প্রোগ্রাম প্রকল্পে ২৫ কোটি ডলার।

এদিকে বাণিজ্য ও পরিবহন খাতের আওতায় সাসেক (সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন) সমন্বিত বাণিজ্য সহজীকরণ খাত উন্নয়ন প্রকল্পে ২০ কোটি ডলার, সাসেক ঢাকা-সিলেট চার লেন নির্মাণে (ট্রান্স-১) ৪০ কোটি ডলার, সাসেক টঙ্গী-আখাউড়া ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ নির্মাণে (ট্রান্স-১) ২০ কোটি ডলার, সাসেক দৌলতদিয়া-ফরিদপুর-বরিশাল সড়ক নির্মাণ (ফেজ-১) (ট্রান্স-১) প্রকল্পে ৪০ কোটি ডলার এবং সাসেক চট্টগ্রাম বন্দর অ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্পে ১৫ কোটি ডলার ঋণ দেবে।

এছাড়া ফ্যাইন্যান্স অ্যান্ড পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট খাতের মধ্যে মধ্য ও দীর্ঘমেয়াদে কভিড-১৯-এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব হ্রাসে ২৫ কোটি ডলার, তৃতীয় সরকারি-বেসরকারি অবকাঠামো উন্নয়ন ফ্যাসিলিটি প্রকল্পে (ট্রান্স-২) ২৬ কোটি ৬০ লাখ ডলার, কভিড-১৯-পরবর্তী ক্ষুদ্র পর্যায়ে কর্মসংস্থান তৈরিতে ১৫ কোটি ডলার, কভিড-১৯ রেসপন্স ফ্রন্টলাইন কর্মীদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান প্রকল্পে ১০ কোটি ডলার, দ্বিতীয় মাইক্রো এন্টারপ্রাইজ উন্নয়ন প্রকল্পে ২০ কোটি ডলার, গ্রিন অবকাঠামো বন্ড খাতে ১০ কোটি ডলার, ব্যাংক খাত শক্তিশালীকরণ প্রোগ্রামে ১০ কোটি ডলার এবং এসএমই উন্নয়ন প্রোগ্রামে ২০ কোটি ডলার ঋণ দেবে এডিবি।

এর বাইরে কৃষি, প্রাকৃতিক সম্পদ ও গ্রামীণ উন্নয়ন খাতে ৭১ কোটি পাঁচ লাখ ডলার, শিক্ষা খাতে ৫৫ কোটি ডলার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪৬ কোটি ডলার এবং পানি ও অন্যান্য নগর অবকাঠামো ও সেবা খাতে ৩৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি।

প্রসঙ্গত, ওসিআর ঋণে সুদহারের নির্ধারণ করা হয় লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট বা লাইবরের ওপর ভিত্তি করে। এর সঙ্গে কমিটমেন্ট চার্জ আরোপ করা হয়। ফলে এ ঋণে সুদহার পরে দুই শতাংশ বা এর কিছু বেশি। ২০০০ সালের পর এডিবি বাংলাদেশকে এই ধরনের কঠিন শর্তের ঋণ বেশি পরিমাণে দিচ্ছে। এর বাইরে সিওএলের সুদহার ওসিআরের কিছুটা কম। তবে ওসিআর ও সিওএল উভয় ঋণ ১৩ থেকে ১৯ বছরে পরিশোধ করতে হবে।