আলোচনার ঝড়ে নিউ জিল্যান্ড দলে রবীন্দ্র

২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত
অলরাউন্ড নৈপূণ্য। ঘরোয়া ক্রিকেটে প্রতিভার ঝলক মেলে ধরা। ‘এ’ দলের হয়ে সাফল্য।
ছুটে চলার এই ধারাবাহিকতায় রাচিন রবীন্দ্র এবার পেয়ে গেলেন আরেকটি কাঙ্ক্ষিত ঠিকানা।
২১ বছর বয়সী ক্রিকেটার জায়গা পেলেন ইংল্যান্ড সফরের নিউ জিল্যান্ড টেস্ট দলে।
২০ সদস্যের দলের নতুন মুখ আছে আরও দুটি,
জ্যাকব ডাফি ও ডেভন কনওয়ে। দলে ফিরেছেন ডগ ব্রেসওয়েল ও এজাজ প্যাটেল।
জুন মাসে এই সফরে ইংল্যান্ডের বিপক্ষে
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
খেলবে নিউ জিল্যান্ড।
বাঁহাতি ব্যাটসম্যান রবীন্দ্র মূলত ওপেনার,
তবে ব্যাট করতে পারেন মিডল অর্ডারেও। পাশাপাশি তার বাঁহাতি স্পিনও বেশ কার্যকর।
নামেই পরিষ্কার, রবীন্দ্রর শেকড় ভারতে।
তার বাবা রবি কৃষ্ণমূর্তি ছিলেন ক্রিকেটার, বেঙ্গালুরুতে ক্লাব ক্রিকেট খেলেছেন জাভাগাল
শ্রীনাথের মতো তারকার সঙ্গে। পরে ইংল্যান্ড, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া ঘুরে রবি থিতু
হন নিউ জিল্যান্ডে। সেখানেই জন্ম রবীন্দ্রর।
ওয়েলিংটনের ক্রিকেট সিস্টেমে বেড়ে ওঠা রবীন্দ্র মাত্র ১৬ বছর বয়সেই ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে আসেন বাংলাদেশে। সেবার ব্যাট হাতে সুবিধা করতে পারেননি, বল হাতে নেন ৭ উইকেট। নজর কাড়েন তিনি পরের যুব বিশ্বকাপে। ২০১৮ আসরে ২৩৩ রান করার পাশাপাশি নেন ১৩ উইকেট। এরপর পারফর্ম করেন ঘরোয়া ক্রিকেটে।


