এই মেহেদিকেই তো চাই!
ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশিঘেরা ছবির মতো সুন্দর এক দ্বীপ সেন্ট ভিনসেন্ট। সাত সমুদ্র তেরো নদীর ওপারের সেই নয়নাভিরাম দ্বীপের আর্নস ভেলের ২২ গজে দেখা মিলল সেই মেহেদি হাসানের, যে প্রত্যাশা নিয়ে ছয় বছর আগে জাতীয় দলে এসেছিলেন তিনি। ব্যাটিংয়ে পুরো সামর্থ্য দেখাতে না পারলেও বোলিংয়ে বাজিমাত করেছেন তিনি। উইন্ডিজের মতো চ্যাম্পিয়ন টি২০ দলকে হোয়াইটওয়াশের পেছনে অন্যতম ভূমিকা তাঁর অফস্পিনের। ৮ উইকেট ও ব্যাটিংয়ে ৩৭ রানের জন্য সিরিজসেরার পুরস্কার পেয়েছেন তিনি। এর চেয়েও বড় বিষয় হলো, এত দিনে যেন নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারলেন মেহেদি।
ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েক মৌসুম ব্যাটে-বলে ধারাবাহিক পারফর্ম করার পুরস্কার হিসেবে ২০১৮ সালে টি২০ অভিষেক হয়েছিল মেহেদির। নিখুঁত লাইন-লেন্থে অফস্পিন করতে পারেন, দুর্দান্ত ফিল্ডার ও মারকুটে এক ব্যাটার– যেন কুড়ি ওভারের আদর্শ প্যাকেজ। কিন্তু মাঠে নিজেকে ঠিকমতো মেলে ধরতে পারছিলেন না। এর মধ্যে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পেয়ে দল নির্বাচন নিয়ে মন্তব্য করে বোর্ডের রোষানলে পড়েছিলেন মেহেদি। যে কারণে এক বছরের বেশি সময় দলের বাইরে ছিলেন তিনি।
গত ডিসেম্বর থেকে তাঁকে টি২০তে নিয়মিত দেখা গেলেও গত বিশ্বকাপে অধিকাংশ ম্যাচ ডাগআউটে বসেছিলেন। সদ্য সমাপ্ত সিরিজে তাঁর পারফরম্যান্স দেখে হয়তো আফসোসও করতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। যে আর্নস ভেলেতে তিনি জাদুকরী বোলিং করলেন, বিশ্বকাপে সেই মাঠে বাংলাদেশ টানা তিন ম্যাচ খেললেও একটিতেও সুযোগ দেওয়া হয়নি তাঁকে। গত বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি।
উইন্ডিজের বিপক্ষে প্রতি ম্যাচেই নতুন বলে বোলিং করেছেন এবং উইকেট এনে দিয়েছেন মেহেদি। এর চেয়েও বড় বিষয়, এ সিরিজে ভীষণ বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন তিনি। তাঁর বোলিংয়ের কারণেই গোটা সিরিজে মাথাচাড়া দিয়ে উঠতে পারেননি ক্যারিবীয় ব্যাটিং দানব নিকোলাস পুরান। তিন ম্যাচেই প্রায় শূন্য হাতে তাঁকে সাজঘরে পাঠিয়েছেন তিনি।
পুরানের দুর্বলতা বুঝে বোলিং করাতেই নাকি এসেছে এ সাফল্য, ‘বিপিএল ও অন্যান্য আসরে এক দলে খেলায় পুরানকে বেশ ভালো করে জানি আমি। অফস্পিনের বিপক্ষে সে যে দুর্বল, তা আমি জানি। সেটা কাজে লাগানোর পরিকল্পনা ছিল এবং সফলভাবে প্রয়োগ করতে পেরেছি।’ তাঁর পারফরম্যান্স ভালো হওয়ার পেছনে মেহেদী হাসান মিরাজেরও কৃতিত্ব দিয়েছেন মেহেদি।