১০ ম্যাচ পর আবাহনীর কাছে কিংসের হার
সময়টা ভালো যাচ্ছে না বসুন্ধরা কিংসের। চারদিনের ব্যবধানে পরপর দুই
ম্যাচে হার দেখলো সর্বশেষ মৌসুমে ঘরোয়া ট্রেবল জেতা দলটি। এবার তারা হেরেছে ঢাকা
আবাহনীর বিপক্ষে। শুক্রবার (২০ ডিসেম্বর) কুমিল্লায় বর্তমান চ্যাম্পিয়নদের ১-০
গোলে হারিয়েছে ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাবটি। এর আগে প্রিমিয়ার লিগে সবশেষ ১০
বারের দেখায় সবগুলোতেই বসুন্ধরা কিংসের কাছে হেরেছিল আবাহনী লিমিটেড।
ম্যাচের দ্বিতীয় মিনিটে সুমন রেজার গোলে পাওয়া
লিড বাকি ৮৮ মিনিট ধরে রেখে স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের দল। বাম দিক
থেকে শাহরিয়ার ইমনের হাওয়ায় ভাসানো বলে দুর্দান্ত হেডে সাবেক ক্লাবের জালে বল
পাঠান সুমন রেজা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৪ ম্যাচে ২টিতেই হারলো
টানা পাঁচবারের চ্যাম্পিয়ন কিংস। এই কুমিল্লায় দ্বিতীয় রাউন্ডে কিংস হেরেছিল ১০
জনের মোহামেডানের কাছে। মাঝে রহমতগঞ্জের বিপক্ষে জিতেছিল চ্যাম্পিয়নরা। ৪ ম্যাচে ৬
পয়েন্ট হারিয়ে চার নম্বরে নেমে গেলো গতবারের ট্রেবল জয়ী দলটি।