বৃষ্টি বাগড়ায় ড্র ব্রিসবেন টেস্ট
ব্রিসবেনে ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট
ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়েছে। ফলোঅন এড়ানোর পর ভারত আগের দিনই স্বস্তি প্রকাশ
করেছিল। শেষ দিনে বৃষ্টির ফাঁকে ভারতের পেসাররা দারুণ দাপট দেখান। জাসপ্রিত
বুমরাহ, মোহাম্মদ সিরাজ, ও আকাশ দীপের বোলিংয়ে অস্ট্রেলিয়া ৮৫ রানে ৭ উইকেট হারায়।
পরে তারা ইনিংস ছেড়ে দেয়।
ভারতের দ্বিতীয় ইনিংসে খেলা হয় মাত্র ১৩ বল।
তাতে বিনা উইকেটে ৮ রান ছিলো স্কোর। এরপর প্রবল বৃষ্টি শুরু হলে খেলা শুরুর আর
অবস্থা ছিলো না। স্থানীয় সময় বিকেল ৩টা ২৫ মিনিটে ড্র মেনে নেয় দুই দল।
এতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ তিন ম্যাচ পর থাকল
১-১ সমতায়। সিরিজের বাকি দুই ম্যাচ মেলবোর্ন ও সিডনিতে। ওই দুই ভেন্যুতে
স্পিনারদের সহায়তা থাকায় সিরিজের ফল এখন যেকোনো দিকেই যেতে পারে।