আপত্তি অমান্য করে রাতে ঋণের টাকা বিতরণ

বাংলাদেশ ব্যাংকের সমন্বয়কের আপত্তি উপেক্ষা করে একজন গ্রাহককে রাত ৮টার পর ঋণের টাকা নগদে তুলে নেওয়ার সুযোগ দিয়েছে ন্যাশনাল ব্যাংক। ইনফ্রাটেক নামের একটি প্রতিষ্ঠান গত ২৮ ডিসেম্বর রাত ৮টা ২৩ মিনিট থেকে রাত ৯টা ৪ মিনিটের মধ্যে পাঁচটি লেনদেনের বিপরীতে গুলশান শাখা থেকে মোট ২২ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করে। এই গ্রাহককে ২৮ তারিখ রাতে টাকা বিতরণ করলেও আগের দিন এ নিয়ে আপত্তি জানিয়ে চিঠি দেন বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ক। সমন্বয়কের আপত্তি এবং ব্যাংকিং রীতিনীতি উপেক্ষা করে এভাবে ঋণ বিতরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে সম্প্রতি ব্যাংকটির এমডিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। আর লেনদেন করা যায় সাড়ে ৩টা পর্যন্ত। অথচ ন্যাশনাল ব্যাংক এ ঋণগ্রহীতাকে রাতে নগদ টাকা তুলে নেওয়ার সুযোগ দিয়েছে। এত রাতে বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে তিনি কী করলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

ন্যাশনাল ব্যাংকের তথ্য অনুযায়ী, ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানির নামে আগে থেকেই ব্যাংকটিতে ২৫০ কোটি টাকার ঋণসীমা রয়েছে। এর মধ্যে ১০০ কোটি টাকার এলসি সীমার বিপরীতে বকেয়া রয়েছে ১৪৭ কোটি ৮৫ লাখ টাকা। ন্যাশনাল ব্যাংকের ২৮ ডিসেম্বরের পর্ষদ সভায় এই গ্রাহকের ঋণ নবায়নের প্রস্তাব ওঠে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের কার্যপত্র দেখে ২৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক নিযুক্ত সমন্বয়ক আপত্তি জানিয়ে ব্যাংকটিতে চিঠি দেন। তবে আপত্তি আমলে না নিয়ে ২৮ ডিসেম্বরের পর্ষদ সভায় ঋণ নবায়ন অনুমোদন করা হয়। সেদিনই রাতে তা আবার বিতরণ করা হয়।

 

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, পর্ষদ সভার কার্যবিবরণী ২৮ তারিখ বিকেল ৪টা ৪৫ মিনিটে ই-মেইলের মাধ্যমে সিআরএম-১ ডিভিশনে পাঠানো হয়েছে। নবায়ন সংক্রান্ত অনুমোদনপত্র সেখান থেকে ৬টা ৫০ মিনিটে গুলশান করপোরেট শাখায় পাঠানো হয়।

 

আর রাত ৮টা ২৩ মিনিট থেকে ৯টা ৪ মিনিটের মধ্যে নগদে ২২ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। অফিস ও লেনদেন সময়ের পর নগদ টাকা উত্তোলনের সুযোগ দিয়ে ব্যাংকের কর্মকর্তারা গুরুতর অনিয়ম করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ।

 

চিঠিতে সুনির্দিষ্ট দুটি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, ইনফ্রাটেকের ১০০ কোটি টাকার ঋণপত্র সীমার বিপরীতে কীভাবে ১৪৭ কোটি ৮৫ লাখ টাকার এলসি খোলা হয়েছে, পাঁচ কর্মদিবসের মধ্যে তা ব্যাখ্যা দিতে হবে। দ্বিতীয়ত, রাতে নগদ টাকা উত্তোলনের সুযোগ দেওয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, পাঁচ কর্মদিবসের মধ্যে তার ব্যাখ্যা দিতে হবে।

 

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, বারবার ব্যাংকটি নিয়ম লঙ্ঘন করে পার পেয়ে যাচ্ছে। এবারে সমন্বয়কের আপত্তি উপেক্ষা করে ঋণ নবায়ন ও বিতরণ ব্যাংকের প্রভাবশালীদের চাপেই হয়েছে বলে ধারণা করা যায়। ব্যাংকের ব্যাখ্যা পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।