চ্যাম্পিয়নস লিগের বাজনা শুনলে রাগ হয় জাভির

৬ ম্যাচে ২ জয়, ১টি ড্র আর ৩টি হার। এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বার্সেলোনার পারফরম্যান্স ছিল এমনই। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েছে ক্যাম্প ন্যুয়ের দলটি। জায়গা হয়েছে ইউরোপা লিগের নকআউট পর্বের প্লে-অফে। ২০০৪ সালের পর এই প্রথম ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসরে খেলতে হচ্ছে জাভি হার্নান্দেজের দলের। বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা স্পেনের সাবেক মিডফিল্ডার এটা এখনো মেনে নিতে পারছেন না।

অর্থের টানাপোড়েন, দলের সেরা ফুটবলার লিওনেল মেসি চলে গেছেন পিএসজিতে, দলের পারফরম্যান্সের গ্রাফ সদাই নিম্নমুখী—এসব জেনেশুনেই গত বছরের নভেম্বরে বার্সার কোচের দায়িত্ব নিয়েছেন। রোনাল্ড কোমানের জায়গায় দলের দায়িত্ব নিয়ে তিনি ক্যাম্প ন্যুয়ের দলটির হারানো গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন সমর্থকদের। সেটি হয়তো ভবিষ্যতে তিনি পারবেন। কিন্তু আপাতত তাঁর প্রিয় দল চ্যাম্পিয়নস লিগে নেই। কিন্তু মঙ্গল আর বুধবার এলে ঠিকই টেলিভিশনের পর্দায় চোখ চলে যায় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই দেখার জন্য। চ্যাম্পিয়নস লিগের খেলা দেখতে টেলিভিশনে চোখ রেখে যখনই টুর্নামেন্টের থিম সং কানে আসে, জাভির খুব রাগ লাগে এই ভেবে যে বার্সেলোনা এই লড়াইয়ে নেই!

নাপোলির বিপক্ষে ইউরোপা লিগের নকআউট পর্বের প্লে-অফে আজকের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এসে সেই কথা সবাই বলে গেছেন জাভি। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ইউরোপা লিগ আমাদের জন্য একটা সুযোগ। তবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ফেরা। এর জন্য দুটি পথ আছে—হয় শীর্ষ চারে থেকে লা লিগা শেষ করতে হবে। অথবা ইউরোপা লিগ জিততে হবে।’
২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় এই মুহূর্তে চতুর্থ স্থানে আছে বার্সেলোনা। তবে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে আতলেতিকো মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ ও ভিয়ারিয়াল। ২৪ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে আতলেতিকো আছে পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে থাকা সোসিয়েদাদের পয়েন্ট ২৩ ম্যাচে ৩৮। আর ২৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে সপ্তম স্থানে। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১৫ বলেই হয়তো এখন আর লা লিগা জয়ের স্বপ্ন দেখেন না জাভি। তবে চ্যাম্পিয়নস লিগে ফেরার স্বপ্নটা তিনি বাদ দেবেন কী করে! সেই প্রসঙ্গ আসতেই জাভি বলেছেন, ‘অবশ্যই আমরা চ্যাম্পিয়নস লিগে থাকতে চাইব। আমরা যে চ্যাম্পিয়নস লিগে নেই, এটা আমাকে খুব কষ্ট দেয়। টেলিভিশনে চ্যাম্পিয়নস লিগের বাজনা কানে এলে আমার খুব রাগ হয়।’

আপাতত অবশ্য সেই রাখ আর দুঃখ চাপা দিয়ে ইউরোপা লিগে ভালো করার দিকেই মনোযোগ দিতে চান জাভি, ‘আমরা এখন আরেকটা প্রতিযোগিতায় আছি। এটাও ইউরোপিয়ান প্রতিযোগিতা। আমরা তো আর তৃতীয় বিভাগ নিয়ে কথা বলছি না। এই শিরোপা আমরা আগে কখনো জিতিনি, তাই সবাই ইউরোপা লিগের ট্রফি জিততে অনুপ্রাণিত।’