গণতন্ত্রে বাধা: হন্ডুরাসে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র

গণতন্ত্রে বাধা এবং গণতন্ত্রবিরোধী সহিংস কর্মকাণ্ডে দায়ী হন্ডুরাসের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। এর আওতায় যারা পড়ছেন তারা সহিংসতা, ভীতিপ্রদর্শন করছেন, হন্ডুরাসের জনগণের মধ্যে সহিংসতা উস্কে দিয়েছেন। এ জন্য তারা সহিংস গ্রুপগুলোতে মাঠে নামিয়েছেন। এর ফলে শারীরিক হামলা চালানো হয়েছে, ভীতি প্রদর্শন করা হয়েছে। আহত হয়েছেন অনেকে। এসব ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার পদক্ষেপ নেয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। এতে তিনি বলেছেন, সম্প্রতি হন্ডুরাসে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে যে সহিংসতা ব্যবহার করা হয়েছে তার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অন্তর্বর্তী অ্যাটর্নি জেনারেল এবং অন্তর্বর্তী ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নাম ঘোষণা করা হয়েছে অনিয়ম এবং অস্বাভাবিকভাবে।

এরও নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে ম্যাথিউ মিলার বলেন, এসব অগণতান্ত্রিক কর্মকাণ্ড হন্ডুরাসের প্রতিষ্ঠানগুলোকে বাধাগ্রস্ত করছে- যা ইন্টার-আমেরিকান ডেমোক্রেটিক চার্টারের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ২০০১ সালের সেপ্টেম্বরে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস-এর একটি সদস্য হিসেবে এই চার্টারে স্বাক্ষর করে হন্ডুরাস। শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং গণতান্ত্রিক উপায়ে সেখানে শৃংখলা ফেরানোর আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানের সঙ্গে আমরা একমত। ম্যাথিউ মিলার আরও বলেন, হন্ডুরোসের জনগণ, যারা শক্তিশালী গণতন্ত্র চায়- আইনের শাসন চায়- তাদের পাশে আছে যুক্তরাষ্ট্র। যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে তাদের জবাবদিহিতা উৎসাহিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।