লেনদেন ঘুরপাক খাচ্ছে তিনশ থেকে চারশ কোটি টাকার ঘরে

ঢাকার শেয়ারবাজার ডিএসইর লেনদেন তিনশ থেকে চারশ কোটি টাকার মধ্যে ওঠানামা করছে। গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৮৭ কোটি টাকা মূল্যের শেয়ার। অবশ্য এর মধ্যে ব্লক মার্কেটের ৫৯ কোটি টাকার লেনদেন ছিল।

গত সপ্তাহের লেনদেনের প্রথম কার্যদিবসে কেনাবেচা হয় প্রায় ৩৬৮ কোটি টাকা মূল্যের শেয়ার, যা ছিল গত ২০ আগস্টের পর সর্বনিম্ন। পরের চার দিনে লেনদেন কিছুটা বেড়ে চারশ কোটি টাকা ছাড়ায়। গেল সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৪০৩ কোটি টাকার। গতকাল ডিএসইতে মোট ২৯২ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৫২টির দর বেড়েছে, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত ছিল ১৪৯টির। ক্রেতার অভাবে ১০০ কোম্পানির শেয়ারের কোনো লেনদেন হয়নি। মন্দা অবস্থার মধ্যেও গুটিকয়েক শেয়ারের দরবৃদ্ধির ধারা অব্যাহত আছে। ডিএসইতে এমবি ফার্মা এবং লিবরা ইনফিউশনসের শেয়ার সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। সাড়ে ৭ শতাংশ দর বেড়ে এমবি ফার্মার দর উঠেছে ৯১৭ টাকায়। সোয়া ৬ শতাংশ বেড়ে লিবরা ইনফিউশনের শেয়ার সর্বশেষ ১ হাজার ১২১ টাকা ৪০ পয়সায় কেনাবেচা হয়েছে। গত ৭ আগস্ট থেকে এমবি ফার্মার শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে। ওই দিন এর লেনদেন শুরু হয় ৫১১ টাকা থেকে। মাত্র এক সপ্তাহে ৬৯৩ টাকা ছাড়ায়। এর পর ১৪ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় স্থির ছিল। ফের ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে মাত্র ছয় কার্যদিবসে দর ওঠে ৯১১ টাকায়। ফের দুই সপ্তাহ স্থির থাকার পর গতকাল বড় উল্লম্ফন হয়েছে। গত ১১ জুলাই লিবরা ইনফিউশনসের দর ছিল ৬৬৮ টাকা। প্রথম দফায় এক মাসেরও কম সময়ে দর বেড়ে ৮৭৭ টাকায় ওঠে। পরের পাঁচ সপ্তাহ সামান্য ওঠানামার পর গত ২৫ সেপ্টেম্বর থেকে ফের দর বাড়ছে। গতকাল সর্বাধিক সোয়া ৮ শতাংশ দর বেড়ে নর্দার্ন ইন্স্যুরেন্স ছিল শীর্ষে। সর্বশেষ এ শেয়ার ৫২ টাকা ৪০ পয়সায় কেনাবেচা হয়েছে। গত চার কার্যদিবসে শেয়ারপ্রতি দর বেড়েছে ৯ টাকা। পৌনে ৮ শতাংশ দর বেড়ে এর পরের অবস্থানে ছিল ইমাম বাটন, কেনাবেচা হয় ১৪৮ টাকা ৪০ পয়সায়। বিপরীতে ৫ শতাংশ দর হারিয়ে পতনের শীর্ষে ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজ। গত এক মাস ধরে ক্রমাগত দর হারাচ্ছে এ শেয়ার। একক কোম্পানি হিসেবে গতকাল লেনদেনের শীর্ষে ছিল সী পার্ল হোটেল। ডিএসইতে এ কোম্পানির পৌনে ২৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। সাড়ে ২২ কোটি টাকার লেনদেন নিয়ে পরের অবস্থানে ছিল ফু-ওয়াং ফুড।