সাবসিডিয়ারি কোম্পানিকে করপোরেট গ্যারান্টি দেবে এমজেএল বাংলাদেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান ও সহযোগী কোম্পানির ব্যবসায়িক প্রয়োজন মেটাতে ৪ কোটি ডলারের করপোরেট গ্যারান্টি দেবে। এছাড়া কোম্পানিটির নাম পরিবর্তনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব বিষয়ে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্যানুসারে, এমজেএল বাংলাদেশের সহযোগী কোম্পানি এমজেএল (সিঙ্গাপুর) পিটিই লিমিটেডের পক্ষে বিদ্যমান ২ কোটি ডলার থেকে বাড়িয়ে ৪ কোটি ডলার করপোরেট গ্যারান্টি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। সিঙ্গাপুরের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) অনুকূলে এ ব্যাংক গ্যারান্টি ইস্যু করা হবে। কোম্পানিটির অঙ্গপ্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়ামের পক্ষে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অনুকূলে করপোরেট ব্যাংক গ্যারান্টি প্রদান করা হবে। এছাড়া কোম্পানিটির বর্তমান নাম এমজেএল বাংলাদেশ লিমিটেড থেকে পরিবর্তন করে এমজেএল বাংলাদেশ পিএলসি করা হবে। কোম্পানি আইনের বাধ্যবাধকতা পরিপালনের জন্য এ নাম পরিবর্তন করা হচ্ছে।

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এমজেএল বাংলাদেশের সমন্বিত নিট আয় হয়েছে ৭৯৫ কোটি ৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৬০ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির এ আয় বেড়েছে ২০ দশমিক ৩০ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৬৯ কোটি ৩২ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬২ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ১০ দশমিক ২৪ শতাংশ।