সেনা জড়ো করতে পারেন পুতিন, কিন্ত তাদের অস্ত্র দেওয়ার...

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার নির্দেশ জারি করেন ইউক্রেনে আরও তিন লাখ সেনা পাঠানো হবে। তারা ইউক্রেনে গিয়ে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো রক্ষা করবে। 

তবে ইউরোপ ও  ইউরোশিয়া বিষয়ক বিশেষজ্ঞ স্যার অ্যালেক্স লর্ড দাবি করেছেন, প্রেসিডেন্ট পুতিন যত খুশি তত সেনা জড়ো করতে পারেন। কিন্তু তাদের প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার সক্ষমতা রাশিয়ার নেই। 

এ ব্যাপারে স্যার অ্যালেক্স লর্ড বলেন, দ্রুত সময়ের মধ্যে তিন লাখ সেনাকে যুদ্ধের ময়দানে মোতায়েন করার মতো সক্ষমতা এ মুহূর্তে রাশিয়ান সেনাবাহিনীর নেই।

তিনি আরও বলেন, অসংখ্য অস্ত্র হারানোর পর, বর্তমানে ইউক্রেনে রাশিয়ার যেসব সেনা আছে তাদেরই ঠিকমতো অস্ত্রে সজ্জিত করতে পারেনি সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্র ভিত্তিক যুদ্ধ বিষয়ক প্রতিষ্ঠান স্টাডি অব ওয়ার বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, ইউক্রেনে অবস্থানরত রুশ সেনাবাহিনীর কিছু কিছু ইউনিট তাদের শক্তি সামর্থ্যের ৫০ ভাগ থেকে ৯০ ভাগ পর্যন্ত হারিয়েছে।