সূচক বাড়লেও বেশিরভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত

দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখীতা পরিলক্ষিত হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচে‌ঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেনে পরিমাণ কমেছে। পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, সকাল সাড়ে ৯টায় লেনদেনের শুরুর পর থেকেই আজ বাজারে অস্থিরতা দেখা গিয়েছে। কখনো সূচক উত্থানে আবার কখনো পতনে অবস্থান নেয় দিনভর। তবে দিনশেষে ডিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫১৫ পয়েন্টে দাঁড়ি‌য়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন ১৩ প‌য়েন্ট বেড়ে ২ হাজার ৩৪৬ ও শরিয়াহ সূচক ডিএসইএস ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১০৭টির আর অপরবর্তিত রয়েছে ১৪১টি সিকিউরিটিজের বাজারদর। এদিন এক্সচেঞ্জটিতে ১ হাজার ২৪২ কো‌টি ৭৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের দিন ১ হাজার ৩০৭ কো‌টি ৭৮ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স আজ ৪৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সব শেয়ারের সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ৯১টির আর অপরিবর্তিত ছিল ৮৫ টির বাজারদর। সিএসইতে আজ ১৮ কোটি ৩৫ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে,  আগের কার্যদিবসে যা ছিল ২১ কোটি ৪৯ লাখ টাকা।