পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮-১০ টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে -১০ টাকা করে। খুচরা বাজারেও বেড়েছে দাম। হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছেবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। নাসিক  ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে।

নাসিক বড় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪২ টাকা দরে। ছোট নাসিক কেজিপ্রতি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ দুদিন আগেও এসব পেঁয়াজ বিক্রি হয়েছিল ৩১-৩২ টাকা কেজি দরে। ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৩৬ টাকা কেজি দরে। দুদিন আগেও বিক্রি হয়েছিল ২৬-২৮ টাকা কেজি দরে। এদিকে হিলির বাজারে খুচরায় ভারতীয় পেঁয়াজ ৪০-৪২ টাকা বিক্রি হচ্ছেযা একদিন আগেও ২৮-৩২ টাকা ছিল। দেশীয় পেঁয়াজ ৩৬-৪০ টাকায় বিক্রি হলেও তা থেকে বেড়ে এখন ৪৮-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায়  সপ্তাহে আমদানির পরিমাণ কিছুটা কমেছে। গত সপ্তাহে ২৫-৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা কমে ১৮-২০ ট্রাকে নেমেছে। বন্দর দিয়ে গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয়দিনে ১২৮টি ট্রাকে  হাজার ৮০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।