অভিষিক্ত অধিনায়ক কামিন্স তোপে লন্ডভন্ড ইংল্যান্ড

টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে ধরাশায়ী  করলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।  আজ ব্রিজবেনে শুরু হওয়া অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ দিয়ে অসি  অধিনায়ক হিসেবে অভিষেক ঘটলো কামিন্সের। খবর বাসসের

প্রথম টেস্টের প্রথম দিনই বল হাতে ইংল্যান্ডকে লন্ডভন্ড করে দিলেন কামিন্স। তার বোলিং তোপে প্রথম দিনই  প্রথম ইনিংসে ১৪৭ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড। ৩৮ রানে ৫ উইকেট নিয়েছেন কামিন্স। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই এমন কীর্তিতে রেকর্ড বইয়ে একাধিক  জায়গায় নিজের নামও তুলেছেন  তিনি।

ব্রিজবেনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ইনিংসের প্রথম বলেই ইংল্যান্ডের ওপেনার ররি বার্নসকে বোল্ড করেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। স্টার্কের এমন শুরু অব্যাহত  রাখেন আরেক পেসার জশ হ্যাজেলউড ও কামিন্স। ইংল্যান্ডের মিডল-অর্ডারকে দুমড়ে-মুচড়ে ফেলেন তারা।

ডেভিড মালানকে ৬ ও ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে খালি হাতে প্যাভিলিয়নের টিকিট ধরিয়ে দেন হ্যাজেলউড। আর দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা বেন স্টোকসকে ৫ রানের বেশি করতে দেননি কামিন্স। এতে ২৯ রানেই ৪ উইকেট হারিয়ে মহাচাপে পড়ে ইংল্যান্ড।

টপ-অর্ডারের সঙ্গীদের যাওয়া-আসার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন ওপেনার হাসিব হামিদ। কিন্তু ২৫ রানে  কামিন্সের শিকার হন হামিদ।

দলীয় ৬০ রানে পঞ্চম উইকেট পতনের দ্রুত অলআউটের শংকা জাগে ইংল্যান্ড শিবিরে। তবে সেটি হতে দেননি উইকেটরক্ষক জশ বাটলার ও ওলি পোপ। ষষ্ঠ উইকেটে দলের স্কোর ১শ পার করেন বাটলার ও পোপ। জুটিতে হাফ-সেঞ্চুরি তুলে আত্মবিশ^াসী হয়ে উঠেন বাটলার-পোপএ  জুটিতে চিন্তায় পড়ে অস্ট্রেলিয়া। তবে ৪১তম ওভারে দলকে চিন্তা মুক্ত করেন দিনের প্রথম বলে উইকেট নেয়া স্টার্ক। ৫৮ বলে ৫টি বাউন্ডারিতে  ৩৯ রান করেন বাটলারকে বিদায় করেন স্টার্ক। পোপের সাথে ৫২ রানের জুটি গড়েন বাটলার।

বাটলারের বিদায়ের ধাক্কাটা নিতে পারেননি উইকেট সেট থাকা পোপ। ১৬ বল বাদে প্যাভিলিয়নের পথ ধরেন তিনিও। মিডিয়াম পেসার ক্যামেরুন গিনের বলে ব্যক্তিগত ৩৫ রানে আউট হন পোপ। পাঁচ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথম উইকেট গ্রিনের। দলীয় ১১৮ রানে সপ্তম ব্যাটার হিসেবে আউট হন পোপ।

এরপর ইংল্যান্ডের শেষ ৩ উইকেট তুলে ৫০ দশমিক ১ ওভারে প্রতিপক্ষের ইনিংসের ইতি টানেন কামিন্স। ক্রিস ওকসকে ২১, ওলি রবিনসনকে ০ ও মার্ক উডকে ৮ রানে আউট করেন তিনি। ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন কামিন্স। ৩৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠবারের মত পাঁচ বা ততোধিক উইকেট শিকারের  স্বাদ পান  কামিন্স।

১৮৯৪ সালের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়েন কামিন্স। ১৮৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেকেই ১৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন জিওর্জি গিফিন। আর সব মিলিয়ে ১৪তম খেলোয়াড় হিসেবে এই নজির গড়লেন কামিন্স।

কামিন্সের কীর্তির পর বৃষ্টির কারনে দিনের খেলা আর মাঠে গড়াতে পারেনি। তাই ব্যাট হাতে ইনিংস শুরু করতে পারেনি অস্ট্রেলিয়া।