সৌদি আরবে প্রথম ওমিক্রন শনাক্ত

সৌদি আরবে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের শরীরে করোনার ওমিক্রন ভেরিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানায়, সৌদি আরবই মধ্যপ্রাচ্যের প্রথম দেশ যেখানে ওমিক্রন শনাক্ত হলো।

 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সৌদি আরবে একজনের শরীরে ওমিক্রন ভেরিয়েন্ট পাওয়া গেছে। ওই ব্যক্তি সৌদি নাগরিক এবং দক্ষিণ আফ্রিকা ফেরত বলেও নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, তাকে আইসোলেশনে রেখে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

এদিকে, ওমিক্রনের বিস্তাররোধে গত সপ্তাহেই আফ্রিকার সাত দেশের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। তবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের বিমান যোগাযোগ অব্যাহত রয়েছে।

 

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রনকে আনুষ্ঠানিকভাবে 'উদ্বেগজনক ভেরিয়েন্ট' হিসেবে ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও।

সূত্র : আল আরাবিয়া নিউজ