হাতের ত্বক দ্রুত বুড়িয়ে যাচ্ছে? জেনে নিন উপায়

মুখের ত্বক ঠিক রাখার ব্যাপারে আমাদের যত্নের কমতি নেই। নানা ধরনের প্রসাধনী পণ্য আর রাতজাগা গবেষণা যাতে মুখের ত্বক অন্তত ভালো রাখা যায়। মুখের দিকে যত্ন নিতে গিয়ে অনেকে হাতের কথা ভুলে যান। বিশেষত নারীদের ক্ষেত্রে মুখ ও হাতের ত্বকের যত্ন নেয়া খুবই জরুরী। তাই কম বয়সেও হাতের চামড়া কুচকে বার্ধক্যের ছাপ ফেলে দেয়। সচরাচর পানিতে বেশিক্ষণ কাজ করলে বা হাতের ত্বকের যত্ন না নিলে এমন সমস্যা হবেই। ফলে হাতের ত্বক রুক্ষ হওয়ার পাশাপাশি জেল্লাও হারায়। এহেন সমস্যায় কিভাবে হাতের যত্ন নিবেন? অন্তত আজকে থেকেই যদি চিন্তাটা মাথায় গেঁথে গিয়ে থাকে, তাহলে জেনে নিন সমাধানগুলি-

Ø  শহরের রাস্তায় বের হবেন আর রোদের ভয় থাকবে না তা কিন্তু হয়না। অনেকেই রোদে বের হওয়ার সময় ছাতা সহজে নিতে চান না। তাই মুখে ব্যবহার করেন সানস্ক্রিন। শুধু মুখেই নয়, হাতেও সানস্ক্রিন মেখে বের হওয়ার অভ্যাস করুন। কারণ সূর্যের অতিবেগুনী রশ্মি হাতের ত্বকেরও ক্ষতি করে।

Ø  করোনার সময়ে এখন অনেকেরই বারবার হাত ধোঁয়ার অভ্যাস হয়েছে। বারবার সাবান কিংবা হ্যান্ডওয়াশ ব্যবহারের ফলে হাত আর্দ্রতা হারাতে শুরু করে। তাই সাথে একটি ময়েশ্চারাইজার রাখুন। তাতে হাতের ত্বক সহজে কুচকে যাবেনা।

Ø  অনেকে শীতের সময়ে হাতে লোশন মেখে যত্ন নেন। কিন্তু সারা বছরই হাতে ক্রিম মাখার অভ্যাস করা উচিত৷ অনেকেই বিষয়টিকে খুব একটা পাত্তা দিতে চান না। বিশেষত রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্রিম মাখা উচিত। এতে হাতের ত্বক মোলায়েম থাকে।

Ø  অনেকের দিনের বেশিরভাগ সময় পানিতে কাজ করে কাটে। এমন সময়গুলোতে গ্লাভস ব্যবহার করা উচিত। তাতে হাতের ত্বক সহজে বুড়িয়ে যাবেনা।

Ø  আরেকটি ভালো উপায় হলো ম্যানিকিউর করা। অনেকে ভাবেন পার্লারে গিয়ে ম্যানিকিউর না করলে ফল মিলেনা। তবে খুব সহজে ঘরোয়া পন্থাতেই ম্যানিকিউর করা যায়। এতে আপনার হাত ভালো থাকবে।

সূত্র: ইত্তেফাক