জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার ২৮ অক্টোবর সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

 

সভায় উত্তম কুমার রায় উপ-পরিচালক স্থানীয় সরকার নওগাঁর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মাহমুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা নির্বাহী অফিসার, মির্জা ইমাম উদ্দিন, প্রমূখ।  

 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, সেনিটেশন সম্পর্কে মানুষকে অনেক বেশী সচেতন হতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাত পরিস্কার রাখার বিষয়ে সচেতন থাকতে হবে। আমাদের শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ স্যানিটেশন সম্পর্কে কম জানে। তাই গ্রামের সাধারন মানুষকে বিশেষভাবে সর্তক করতে হবে। তাদের সর্তক করাই আমাদের মূল লক্ষ হবে।