ওমান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওমান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্থানীয় সময় ভোর চারটার দিকে মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে নামে মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিমদের বহনকারী বিমান।

 

গতকাল রোববার রাতে মাহমুদউল্লাহ-মুশফিকরা ওমানের উদ্দেশে দেশ ছাড়েন। সোমবার ভোরে তারা ওমানের মাসকাটে পৌঁছেছেন।

 

এরআগে রোববার রাতে ওমানে যাওয়া নিয়ে শঙ্কায় পড়েছিল বাংলাদেশ দল। যে কারণে বিমানবন্দর থেকে ক্রিকেটাররা যাঁর যাঁর বাড়ির দিকেও রওনা হয়ে গিয়েছিলেন। কিন্তু পরে রোববার রাতেই যাত্রার সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর রাত ১টা ২০ মিনিটে বাংলাদেশ দলকে বহনকারী উড়োজাহাজ ঢাকা ছাড়ে।

 

ওমানে পৌঁছানোর পর সোমবার কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ। মঙ্গলবার বেলা দেড়টায় দলের অনুশীলন শুরু। অনুশীলন হবে ৬ ও ৭ অক্টোবরও, একই সময়েই। এরপরই দলের ব্যস্ত সময় শুরু।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ দল। এরপর ১৯ অক্টোবর টাইগারদের ম্যাচ ওমানের বিপক্ষে। এদিকে ২১ অক্টোবর মাহমুদউল্লাহর দল খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। তিনটি ম্যাচই হবে ওমানের মাসকাটে।