‘প্রণোদনা’ হিসেবে চাকরির বয়সসীমা ৩২ করার দাবি

নভেল করোনা মহামারিকালীনের প্রণোদনা হিসেবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।

 

আজ রোববার (৬ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। একই দাবিতে আগামী ১১ জুন স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর শাহবাগে জনসমাবেশ করার ঘোষণাও দেওয়া হয়েছে।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, করোনায় শিক্ষার্থীদের প্রায় দুই বছর সময় জীবন থেকে নষ্ট হতে চলছে। তাই করোনাকালীন সরকারের সব প্রণোদনার পাশাপাশি মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরে আমরা বেকার যুবকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণোদনা স্বরূপ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছরে উন্নীত করার দাবি জানাই।

 

তারা বলেন, করোনাকালে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের পরিমাণও ৮৭ শতাংশ কমে ১৩ শতাংশে উপনীত হয়েছে। তাই চাকরিতে আবেদনের বয়স স্থায়ীভাবে দুই বছর বাড়িয়ে ৩২ বছর করলে সকলেই তাদের হারিয়ে যাওয়া সময় ২ বছর ফিরে পাবে।

 

তাছাড়া ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ এ উন্নীত করার জোরাল দাবি তারা।

 

দাবি বাস্তবায়নে আগামী ১১ জুন স্বাস্থ্যবিধি মেনে শাহবাগে জনসমাবেশের ঘোষণা দিয়ে তারা বলেন, সরকার বিব্রত হবে এমন কোনও কর্মসূচি আন্দোলনকারীরা গ্রহণ করিনি। আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের এই দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি।

 

চাকরিপ্রত্যাশীদের পক্ষে তানভীর হোসেন, সাজিদ রহমান, সুমনা রহমান ও আনোয়ার সাকিন তাদের বক্তব্য তুলে ধরেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বাংলা কলেজ, তেজগাঁও কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।