কবিতা: উত্তপ্ত পৃথিবী

উত্তপ্ত পৃথিবী

গুলজার হোসেন গরিব

তাপ তীব্র থেকে আরো তীব্র হোক

এয়ার কন্ডিশনের সব লাইন পুড়ে যাক

গরমে সেদ্ধ হোক উচ্চাভিলাষী মানুষ

যারা অনুন্নত আধুনিকতায় ডুবে আছে।

অন্তত এটুকু বুঝুক

কায়িকশ্রমিকের জীবন কতটা বেদনাদায়ক

অন্ন তৈরি করা কৃষকগুলো কীভাবে পোড়ে দিনের পর দিন।

মাটির উপত্যকা ঢেকে দেয়া হোক, বালি, পিচ, লোহা, পাথর দিয়ে

যেনো রৌদ্রতেজকে দ্রুত টেনে এনে

শান্তির সবুজ ছায়াকে পুড়তে পারে।

পৃথিবী এমন হোক

কোথাও একটি গাছও থাকবে না

শুধু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে কংক্রিটের বাড়িগুলো।

প্রায় নদী এখন নদীখোরদের মৎসখামার

বাকীগুলোও দিয়ে দেয়া হোক দস্যুদের হাতে

ওরা আরো বীভৎস করে ধ্বংস করুক।

অনুন্নত আধুনিকতায় শেষ হোক

মানবসভ্যতার উজ্জ্বল ভবিষ্যৎ

মানুষের বিশ্বাস হোক রৌদ্রতাপও সৃষ্টিকর্তার রহমত

অথবা বিশ্বাস হোক আজকের এই উত্তপ্ত পৃথিবী

জগৎপ্রভুদের আবিষ্কার।