লকডাউনে সীমিত পরিসরে খোলা থাকছে ব্যাংক

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সকল ব্যাংক খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

মঙ্গলবার (১৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠালে এ সিদ্ধান্ত হয়।

 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনার পর ব্যাংক সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দ্রুত এ বিষয়ে সার্কুলার জারি করা হবে।

 

এদিকে মঙ্গলবার (১৩ এপ্রিল) এক আদেশে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ নির্দেশনা সম্বলিত চিঠি পাঠানো হয়।

 

বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা প্রদান- সংক্রান্ত এ চিঠিতে বলা হয়, ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য আদেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

 

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিবের কাছেও পাঠানো হয়েছে।