গরমে দাড়ির যত্নে যা করবেন

অনেকের ধারণা, দাড়ি শুধু শীতকালের জন্য। গ্রীষ্মকাল বা গরমে এটি একটি বিরক্তকর বিষয়, আর তেমন আরামদায়কও নয়। তবে দাড়ির যত্নের কিছু সহজ পদ্ধতি মেনে চললে গ্রীষ্মকাল বা গরমেও আপনি দাড়িতে সপ্রতিভ থাকতে পারেন। গরমে দাড়ির যত্নের বিষয়ে কিছু পরামর্শ জানিয়েছে ভারতীয় ওয়েবসাইট ডেক্কান ক্রনিকল।

 

দাড়ির যত্নে যা যা করণীয়:

 

§  দাড়ির স্নিগ্ধতা ধরে রাখতে নিয়মিত ট্রিম করুন।

§  ফেস ওয়াশ বা দাড়ি পরিষ্কারক দিয়ে নিয়মিত দাড়ি পরিষ্কার করুন।

§  আর্দ্রতা ধরে রাখার জন্য দাড়ি নরম করার ক্রিম বা তেল ব্যবহার করতে পারেন।

§  পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন এবং তরল জাতীয় খাবার খান। এতে শরীর ও দাড়ি সহজেই আর্দ্র থাকবে। 

§  পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন এবং তরল জাতীয় খাবার খান। এতে শরীর ও দাড়ি সহজেই আর্দ্র থাকবে। 

§  অনেক ছেলেই মুখে সানস্ক্রিন ব্যবহার করতে চান না। তবে, অভ্যাসটি বদলে দাড়ি ও মুখের ত্বক ভালো রাখতে সানস্ক্রিন বা সান ব্লক ব্যবহার করুন।

 

যা করবেন না:

 

§  প্রতিদিন দাড়ি ধুতে ভুলবেন না।

§  দাড়ি আর্দ্র রাখার বিষয়গুলোকে অবহেলা করবেন না।

§  দিনশেষে দাড়ির জেল বা ওয়াক্স দিয়ে দাড়ি পরিষ্কার করতে ভুলবেন না।