আরও ২৫ মৃত্যু, নতুন শনাক্ত ৩ হাজার ৫৬৭

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার প্রতিদিনেই নতুন রেকর্ড তৈরি হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে করোনাভাইরাসের কবল থেকে সুস্থতার সংখ্যাও। এরই মধ্যে সারাবিশ্বে এই ভাইরাস থেকে সুস্থ হয়েছে ১০ কোটি মানুষ।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৬৭ জন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৫ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৬৩ জনে। আর শনাক্ত হওয়া রোগী দাঁড়ালো ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জনে।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৯৭ শতাংশ। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ১৮ মার্চ প্রথম করোনায় সংক্রমিত মৃত্যুর তথ্য জানানো হয়।