ওয়ানডেতে নাও খেলতে পারেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান

এক ম্যাচে দুই চোটের পর সিরিজের প্রথম ওয়ানডেতে হারায় ইংল্যান্ডের দুর্দশা আরো বাড়ছে। ২৬ মার্চ ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাও খেলতে পারেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান আর স্যাম বিলিংস।

পুনেতে প্রথম ওয়ানডেতে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পান স্যাম বিলিংস। মরগ্যানেরও হাতে চোট লাগে। ইংলিশ দলপতি নিজেই জানালেন, তার আর বিলিংসের দ্বিতীয় ওয়ানডেতে খেলা অনিশ্চিত।

প্রথম ওয়ানডের পর মরগ্যান বলেন, দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগে এখনও হাতে সময় রয়েছে। খেলার চেষ্টা করব। এরপরেই তিনি জুড়ে দেন, স্যাম বিলিংসের চোট কতটা গুরুতর, সেটা এখনও জানি না। তবে আমি কিন্তু ব্যাট করার সময় একদম স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না।

টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। এবার প্রথম ওয়ানডেতেও ৬৬ রানে হেরেছে ইংল্যান্ড। ফলে দ্বিতীয় ওয়ানডেটি সফরকারিদের জন্য বাঁচা-মরার লড়াই। এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে চোট নিয়ে বাড়তি দুশ্চিন্তা ইংলিশ শিবিরে।