টিকায় শূকরের উপাদান নেই: অ্যাস্ট্রাজেনেকা

করোনাভাইরাসের জন্য নিজেদের উৎপাদিত টিকায় শূকরের কোনও উপাদান নেই বলে জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। ওই টিকায় ইসলাম-নিষিদ্ধ উপাদান ব্যবহারের অভিযোগ এনে ইন্দোনেশিয়ার মুসলিমরা উদ্বেগ প্রকাশ করার পর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট এই কোম্পানি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 

ইন্দোনেশিয়ার ধর্মীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষ ইন্দোনেশীয় উলামা কাউন্সিল (এমইউআই) গত শুক্রবার (১৯ মার্চ) তাদের ওয়েবসাইটে দাবি করে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন হারাম, কারণ ভ্যাকসিনটির উৎপাদন প্রক্রিয়ায় শূকরের অগ্ন্যাশয়ের ট্রিপসিন ব্যবহার করা হয়েছে। অবশ হারাম ঘোষণা করলেও করোনাভাইরাস মহামারির জরুরি পরিস্থিতিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ এই ধর্মীয় পরিষদ।

 

রবিবারের বিবৃতিতে ইন্দোনেশিয়ায় অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্র রিজম্যান আবু দায়েরি বলেন, উৎপাদনের সব প্রক্রিয়ায় এই ভাইরাস ভেক্টর ভ্যাকসিনে শূকর অথবা অন্য কোনও প্রাণীর উপাদান ব্যবহার হয়নি অথবা তাদের সংস্পর্শে আসেনি।

 

অ্যাস্ট্রাজেনেকার বিবৃতির পর এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি ইন্দোনেশীয় উলামা কাউন্সিল এবং দেশটির খাদ্য ও ওষুধ সংস্থা।

 

এশিয়ায় যে কয়েকটি দেশ করোনাভাইরাস মহামারিতে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ইন্দোনেশিয়া তার মধ্যে অন্যতম। দেশটিতে শনিবার পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫৫ হাজার ৭৮৮ জন এবং প্রাণ গেছে ৩৯ হাজার ৪৪৭ জনের।