কিছু রাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ওপর থাবা বাড়াচ্ছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের নির্বাচনে কিন্তু বাইরে থেকেও থাবা এসে পড়েছে। এটা দুর্ভাগ্যজনক যে, কিছু বিদেশি রাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ওপর তাদের থাবা বাড়াচ্ছে। আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ, আমাদের অনেককিছুই রক্ষা করতে হলে এই নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে হবে।

 

আজ সোমবার ইলেক্টোরাল ট্রেনিং ইনস্টিটিউটে (ইটিআই) নির্বাচনী তদন্ত কমিটির প্রশিক্ষণের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

 

সিইসি বলেন, কয়েকটি দেশ বাদ দিলে বেশিরভাগ দেশই সত্যিকারের সার্বভৌম নয়। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে নির্দেশ দিতে পারে, আমরা সেভাবে করতে পারি না।

 

তিনি বলেন, ‘‘নির্বাচন নিয়ে দেশ সংকটে রয়েছে। আস্থা নিয়ে সন্দেহ আছে। আমাদের তা থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকেরই দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করা উচিত।’’

 

তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশন থেকে প্রতিশ্রুতি দিয়েছি নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশন যথাসাধ্য চেষ্টা করবে। এজন্য সকলের আন্তরিক ও সাহসী সহায়তা আমাদের লাগবে। আমরা আশা করব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলে চোখ-কান খোলা রেখে, সৎভাবে তাদের দায়িত্ব পালন করবেন। আপনারা যারা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিতে কাজ করবেন তাদেরও ব্যাপক দায়িত্ব রয়েছে।