লেনদেন ৪০০ কোটির নিচে

ঢাকার শেয়ারবাজারের লেনদেন ৪০০ কোটি টাকার নিচে নেমেছে। গতকাল মঙ্গলবার কেনাবেচা হওয়া সব শেয়ারের বাজারমূল্য ছিল ৩৮৫ কোটি ৭৬ লাখ টাকা। এ লেনদেন গত ২৯ মার্চ বা প্রায় সাড়ে চার মাসের সর্বনিম্ন। এর আগের সর্বনিম্ন ছিল ৩৮২ কোটি ৬৮ লাখ টাকার।

 বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, আবারও লেনদেনে খরা শুরু হয়েছে শেয়ারবাজারে। ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের মধ্যে যারা বড় অঙ্কের বিনিয়োগ করতে পারেন, তাদের সিংহভাগ নিষ্ক্রিয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও সক্রিয় নন।

 

লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা সাফফাত রেজা সমকালকে বলেন, বাজারে তারল্য সংকট আছে। বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে বিনিয়োগ করার মতো অর্থের ঘাটতি আছে। অধিকাংশ বিনিয়োগকারীর বিনিয়োগ ফ্লোর প্রাইসে আটকে আছে। অন্য ব্রোকারেজ হাউসের কর্মকর্তারাও একই কথা জানিয়েছেন। তারা বলেন, মাসের পর মাস তালিকাভুক্ত অর্ধেকের বেশি শেয়ার ফ্লোর প্রাইসে আটকে আছে। এসব শেয়ারের কোনো ক্রেতা নেই। গত জুন-জুলাই মাসের কিছু সময় গুটিকয় শেয়ার নিয়ে কারসাজি হলে লেনদেন হাজার কোটি টাকা ছাড়ায়। এ সময় যারা কারসাজি করেছিলেন, তারা ওই সব শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিয়েছেন। ফলে লেনদেনে খরা শুরু হয়েছে।

 

পর্যালোচনায় দেখা গেছে, গতকাল দিনের লেনদেন শেষে ফ্লোর প্রাইসে থাকা শেয়ার ছিল ২১৯টি, যা তালিকাভুক্ত মোট শেয়ারের ৫৬ শতাংশ। তবে ফ্রি-ফ্লোট শেয়ার বিবেচনায় বাজারের ৬৮ শতাংশের বেশি শেয়ার এসব কোম্পানির। ক্রেতা শূন্যতার মধ্যে পাবলিক মার্কেটে এসব কোম্পানির সাড়ে ১৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা ডিএসইর গতকালের মোট লেনদেনের মাত্র ৫ শতাংশ। তবে ব্লক মার্কেটে ১২ কোটি টাকার বেশি শেয়ার কেনাবেচা হয়, যা ব্লক মার্কেটের লেনদেনের ৬২ শতাংশ।

 

লেনদেনে পতনের মধ্যেও অল্প কিছু শেয়ারেই লেনদেন হয়েছে বেশি। ডিএসইতে ৩৩৭ কোম্পানির প্রায় ৩৮৬ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে শীর্ষ ২০ কোম্পানিরই কেনাবেচা হয় ২১৯ কোটি টাকার শেয়ার, যা মোট লেনদেনের পৌনে ৫৭ শতাংশ। অবশ্য লেনদেন খরার দিনে বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। ১১০ শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে কমেছে ৫২টির দর এবং অপরিবর্তিত বা আগের দিনের মতো ফ্লোর প্রাইসে কেনাবেচা হয়েছে ১৭৫টি। ক্রেতার অভাবে ৫৫ শেয়ার ও ফান্ডের কোনো লেনদেন হয়নি। অন্য প্রায় সব খাতে দর হারানোর তুলনায় বৃদ্ধি পাওয়া শেয়ার বেশি থাকলেও বীমা খাতে ছিল বিপরীত চিত্র।

 

সামান্য দর বেড়ে গতকাল ৭টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস ছেড়েছে। এগুলো হলো শাহ্‌জালাল ব্যাংক, বিডি ওয়েল্ডিং, এমজেএল, সুহৃদ, ফার ইস্ট নিটিং, জাহীন স্পিনিং এবং সামিট অ্যালায়েন্স পোর্ট। বিপরীতে শুধু তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার পুনরায় ফ্লোর প্রাইসে নেমেছে। এসব শেয়ার ছাড়া আরও কিছু শেয়ারের দর বেড়ে বা কমে কোনো দিন ফ্লোর প্রাইস ছাড়ছে বা আবার ওই দরে নামছে।