জেড ক্যাটাগরির পর্ষদ পুনর্গঠন নিয়ে বিভ্রান্তি

জেড ক্যাটাগরির কোম্পানিগুলোকে ৪৫ কার্যদিবসের মধ্যে পর্ষদ পুনর্গঠন করতে হবে ২০২০ সালের ১ সেপ্টেম্বরের এমন নির্দেশনা জারির আগে এই ক্যাটাগরির ২৪ কোম্পানির ক্ষেত্রে কার্যকর হবে কিনা, তা স্পষ্ট নয়। ফলে গত দুই বছরে এসব কোম্পানি পর্ষদ পুনর্গঠন করেছে কিনা, তা নজরদারি করেনি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

 

 

এমন ব্যাখ্যা দিয়ে গত ৯ জুলাই বিএসইসির কাছে চিঠি পাঠিয়েছে ডিএসই। গত দুই বছরেও জেড ক্যাটাগরির প্রতি নির্দেশনা পরিপালন-সংক্রান্ত প্রতিবেদন কেন পাঠায়নি এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে গত ৪ জুলাই ডিএসইকে চিঠি দেয় বিএসইসি। গত ২৬ জুন পাঁচ কোম্পানিকে জেড ক্যাটাগরিতে অবনমন করার পর বিএসইসি এ ব্যাখ্যা চায়।

 

 

২০২০ সালের নির্দেশনায় বলা হয়েছিল জেড ক্যাটাগরিতে অবনমন হলে ৪৫ কার্যদিবসের মধ্যে তালিকাভুক্ত কোম্পানিকে তার পরিচালনা পর্ষদ পুনর্গঠন করতে হবে। এ বিষয়ে সময় সময় প্রতিবেদন পাঠানোর নির্দেশনাও ছিল স্টক এক্সচেঞ্জের প্রতি।

 

 

ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার সমকালকে বলেন, ওই নির্দেশনার পর গত ২৬ জুনের আগে কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নামানো হয়নি। ফলে প্রতিবেদন পাঠানোর প্রয়োজন হয়নি। এ কথা বিএসইসিকে তারা জানিয়েছেন। এ ছাড়া যে পাঁচ কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নামানো হয়েছে, তাদের নির্দেশনা পরিপালন করতে চিঠি দেওয়া হয়েছে। অবশ্য বিএসইসির এক কর্মকর্তা জানান, ওই নির্দেশনা আগে বা পরের সব জেড ক্যাটাগরির কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। ডিএসই  যা বোঝেনি।

 

 

তালিকাভুক্ত কোনো কোম্পানি টানা দুই বছর শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিতে ব্যর্থ হলে বা ছয় মাসের বেশি বন্ধ থাকলে বা পুঞ্জীভূত লোকসান পরিশোধিত মূলধনকে ছাড়িয়ে গেলে বা টানা দুই বছর ক্যাশ-ফ্লো ঋণাত্মক হলে ওই কোম্পানিকে জেড ক্যাটাগরিতে অবনমন করার কথা। গত দুই বছরে প্রায় তিন ডজন কোম্পানির ক্ষেত্রে এমন অবস্থার পরও ক্যাটাগরি অবনমন করা হয়নি।

 

 

এ অবস্থায় লভ্যাংশ দেওয়া কোম্পানির পাশাপাশি বহু বছর বন্ধ থাকা এবং লভ্যাংশ না দেওয়া কোম্পানিও বা বি ক্যাটাগরির শেয়ার হিসেবে কেনাবেচা হচ্ছে। জানা গেছে, ডিএসই আরও অন্তত ১৮ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন নিয়ে কাজ করছিল। গত ৪ জুলাইয়ের বিএসইসির চিঠির পর তা বন্ধ আছে।

 

 

ডিএসই জানিয়েছে, কোনো অবস্থাতেই কোনো কোম্পানির ক্যাটাগরি অবনমন করা যাবে না করোনাভাইরাস মহামারির সময় এমন এক আদেশ দিয়েছিল বিএসইসি। মহামারি বিদায় নিলেও বিএসইসি ওই আদেশ এখনও প্রত্যাহার করেনি। বিএসইসির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এখন আদেশটি প্রত্যাহারের সময় হয়েছে। তবে  প্রত্যাহারের আগেই পাঁচ কোম্পানিকে জেড ক্যাটাগরিতে অবনমন করে আদেশের লঙ্ঘন করেছে ডিএসই।