লেনদেন সামান্য বাড়লেও ডিএসইর সব সূচক কমেছে

সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের পতন দেখা গেছে। তবে এদিন লেনদেন বেড়ে ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৩৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ছয় হাজার ২০৩ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৩ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ১ হাজার ৩৪৯ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৬০ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ কমে দুই হাজার ২১৫ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩১৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৮৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৩০ কোটি ৬২ লাখ টাকা বেড়েছে। এদিন ৫ কোটি ৬ লাখ ৫১ হাজার ২৯১টি শেয়ার ৭৯ হাজার ৫৮৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ২৮৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত ছিল ১৮৩টির দর।

 

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। কোম্পানিটির ৪১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের ২৭ কোটি ৫০ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৭ কোটি ৭৫ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৭ কোটি ৪১ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ১২ কোটি ৯২ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১২ কোটি ৩১ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১১ কোটি ৮৫ লাখ, এডিএন টেলিকম লিমিটেডের ৮ কোটি ৮০ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৮ কোটি ৫৭ লাখ এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এছাড়া গতকাল ৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ৮ দশমিক ৫৫ শতাংশ, ইনটেক লিমিটেডের ৮ দশমিক ৪৯ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ৭ দশমিক ৭৯ শতাংশ, ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ৫ দশমিক ০৩ শতাংশ, আজিজ পাইপস লিমিটেডের ৪ দশমিক ৭৬ শতাংশ, বাংলাদেশ অটোকারস লিমিটেডের ৪ দশমিক ৪০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ দশমিক ৩০ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৭৯ শতাংশ এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ৪৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

 

আর ডিএসইতে গতকাল দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ দশমিক ৭১ শতাংশ, এর পরের অবস্থানে থাকা মন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের ৩ দশমিক ৬৯ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ দশমিক ৫৬ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৩ দশমিক ৪১ শতাংশ এবং ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ০৮ শতাংশ শেয়ারদর কমেছে।

 

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২৮ দশমিক ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমে ১০ হাজার ৯৮৬ দশমিক ৩৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ দশমিক ৮৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ১৮ হাজার ৩২৬ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টির দর। সিএসইতে গতকাল মোট ৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১২ কোটি ১৫ লাখ টাকার।