সিএমএসএমই ঋণ লক্ষ্যমাত্রার হিসাবে পরিবর্তন

সিএমএসএমই খাতে ঋণ বিতরণের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ পদ্ধতিতে সামান্য পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।আগামী বছর থেকে একটি ব্যাংকের মোট ঋণের ২৫ শতাংশ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে বিতরণ করতে হবে।

 

আগের নির্দেশনায় নিট ঋণের ২৫ শতাংশ বিতরণের কথা বলা হয়। গতকাল এ-সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রতিবেদনের সঙ্গে সামঞ্জস্যতা আনতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। কে ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, হিসাবায়ন পদ্ধতিতে পরিবর্তনে ঋণ বিতরণের পরিমাণে তেমন কোনো হেরফের হবে না।

 

সার্কুলারে বলা হয়, ২০২৪ সালে মোট ঋণ ও অগ্রিমের ২৫ শতাংশের মধ্যে ৫০ শতাংশ দিতে হবে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র খাতে। নারী উদ্যোগে দিতে হবে অন্তত ১৫ শতাংশ। আর সিএমএসএমইর উৎপাদনশীল শিল্পে অন্তত ৪০ শতাংশ, সেবায় ২৫ শতাংশ, বাকি ৩৫ শতাংশ ব্যবসা উপখাতে বিতরণ করতে হবে।