ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলারের রেমিট্যান্স

ফেব্রুয়ারি মাসে ১৫৬ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগের বছরের একই মাসের তুলনায় যা প্রায় কোটি ডলার বা দশমিক ৪৭ শতাংশ বেশি। অবশ্য আগের মাস জানুয়ারির তুলনায় কম এসেছে প্রায় ৪০ কোটি ডলার বা ২০ দশমিক ৩০ শতাংশ।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাসে হাজার ৪০১ কোটি ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল এক হাজার ৩৪৮ কোটি ডলার। ২০২০-২১ অর্থবছরের তুলনায় গত অর্থবছর রেমিট্যান্স কমেছিল ১৫ দশমিক ১২ শতাংশ। ব্যাপক কমার পর সামান্য প্রবৃদ্ধি আশাব্যঞ্জক নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 

সংশ্লিষ্টরা জানান, জানুয়ারি মাসে দৈনিক গড়ে কোটি ৩২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। ফেব্রুয়ারিতে এসেছে কোটি ৫৮ লাখ ডলার। এমনিতেই মাসটিতে দিনের সংখ্যা কম। তার ওপর রেমিট্যান্সও ছিল তুলনামূলক কম। হুন্ডি প্রবণতা বাড়ার কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স কমতে পারে। অবশ্য আগামীতে রমজান মাস ঈদকে কেন্দ্র করে বাড়তে পারে রেমিট্যান্সপ্রবাহ।

 

বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়ে এখন ১০৭ টাকা পাচ্ছেন প্রবাসীরা। এর সঙ্গে আড়াই শতাংশ নগদ সহায়তা দেয় সরকার। তবে আনুষ্ঠানিক চ্যানলে অর্থ পাঠাতে প্রতি ১০০ ডলারে গড়ে ডলার খরচ হয়। যে কারণে প্রবাসীর সুবিধাভোগী প্রকৃতপক্ষে পান ১০৭ টাকার কম। অথচ অবৈধ হুন্ডিকারবারিরা গড়ে ১১১ টাকার মতো দিচ্ছে। আবার কোনো ধরনের চার্জ ছাড়াই বিভিন্ন উপায়ে তারা টাকা পৌঁছে দেয়। এটি ঠেকাতে কঠোর তদারকি করছে বিএফআইইউ। তবে লাখ-লাখ এজেন্ট এবং ১০ কোটির বেশি এমএফএস হিসাবের ফলে হুন্ডি কারবারি ব্যাপকভাবে কমানো যাচ্ছে না।

 

বৈশ্বিক পরিস্থিতিসহ বিভিন্ন কারণে বিশ্ববাজারে ডলার অনেক শক্তিশালী হয়েছে। পরিস্থিতি সামলাতে প্রচুর ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের পর্যন্ত ডলার বিক্রি ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। বুধবার রিজার্ভ কমে নেমেছে ৩২ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে। এর আগে ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল।

 

রকম অবস্থায় রিজার্ভ যেন ঝুঁকিপূর্ণ অবস্থায় না নামে সে জন্য আমদানি নিরুৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে রেমিট্যান্স বাড়াতে বিভিন্ন উদ্যোগ চলমান। এছাড়া দ্রুত রপ্তানি বিল ফেরত আনতে বলা হচ্ছে।