বার্জার পেইন্টসের মুনাফা কমেছে ১৬ শতাংশ

চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আশানুরূপ ব্যবসা করতে পারেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক রং উৎপাদক বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। পাশাপাশি আগের তুলনায় উৎপাদন ব্যয়ও বেড়েছে কোম্পানিটির। এতে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় ১৬ শতাংশ কর-পরবর্তী নিট মুনাফা কমেছে বার্জার পেইন্টসের।

গতকাল অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে বার্জার পেইন্টস বাংলাদেশের পর্ষদ। প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৬৫৬ কোটি ২৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ৬২৯ কোটি ৩৪ লাখ টাকার সমন্বিত আয় হয়েছিল। আলোচ্য প্রান্তিকে উৎপাদন খাতে ৪৭৮ কোটি ৭২ লাখ টাকা ব্যয় হয়েছে কোম্পানিটির। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এ খাতে ব্যয় ছিল ৪১৫ কোটি ৫১ লাখ টাকা। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ৬৮ কোটি ৩০ লাখ টাকা কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে কোম্পানিটির। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত নিট মুনাফা ছিল ৮১ কোটি ২৪ লাখ টাকায়। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৭৩, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৭ টাকা ৫২ পয়সায়। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫৮ টাকা ৯১ পয়সায়।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল-ডিসেম্বর) বার্জার পেইন্টস বাংলাদেশের সমন্বিত আয় হয়েছে ১ হাজার ৮৯০ কোটি ৭৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ হাজার ৬০৭ কোটি ৮১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ১৭ দশমিক ৬০ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির উৎপাদন ব্যয় হয়েছে ১ হাজার ৩৪২ কোটি ৬২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এ খাতে ব্যয় হয়েছিল ১ হাজার ৫৭ কোটি ৩৩ লাখ টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির ২০৪ কোটি ৮০ লাখ টাকা কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত নিট মুনাফা ছিল ২০০ কোটি ২৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ২ দশমিক ২৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ টাকা ১৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪৩ টাকা ১৮ পয়সায়।

ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে গত বছরের অক্টোবরে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে তৃতীয় কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয় বার্জার পেইন্টস বাংলাদেশের পর্ষদ। কারখানা স্থাপনে ৪৮০ কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। নিজস্ব অর্থায়নের পাশাপাশি ঋণের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ২০২৫ সালের এপ্রিলের মধ্যে কারখানা স্থাপনের কাজ শেষ হবে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ মার্চ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ। এর আগে আলোচ্য হিসাব বছরের প্রথম নয় মাসের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৯০ কোটি ৬৯ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরে মুনাফা ছিল ২৬৬ কোটি ৯১ টাকার বেশি। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ২৩ কোটি ৭৭ লাখ টাকা বা ৮ দশমিক ৯১ শতাংশ।