চট্টগ্রাম কাস্টম ছয় মাসে রাজস্ব আয় ঘাটতি ৬ হাজার কোটি টাকা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক মন্দা পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে দেশের রাজস্ব আয়েও। চট্টগ্রাম কাস্টম চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম ৬ মাসে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হাজার ৩৭৯ কোটি টাকা পিছিয়ে রয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ১৭ শতাংশ।চট্টগ্রাম কাস্টম সূত্রে জানা গেছে, গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কাস্টমের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৫৬০ কোটি টাকা। এর মধ্যে আদায় হয়েছে ৩০ হাজার ১৮০ কোটি ১৫ লাখ টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে কাস্টমস ৬ হাজার ৩৭৯ কোটি ৮৫ লাখ টাকা কম আয় করেছে। সবচেয়ে কম আয় হয়েছে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে লক্ষ্যমাত্রার এক তৃতীয়াংশের বেশি রাজস্ব কম আহরিত হয়েছে।

শুধুমাত্র জুলাই মাসে লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছিল কাস্টমস। ওই মাসে ৪ হাজার ৪৮২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪ হাজার ৭৮১ কোটি ২১ লাখ টাকা। ওই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২৯৯ কোটি ২১ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছিল। এরপর টানা পাঁচ মাস লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি দেশের প্রধানতম রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠানটি।

পরের মাস আগস্টে ৫ হাজার ৬৬১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫ হাজার ৪৯৮ কোটি ৪৮ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় ১৬২ কোটি ৫২ লাখ টাকা পিছিয়ে। একইভাবে সেপ্টেম্বর মাসে ৬ হাজার ৬৫২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৫ হাজার ১০৫ কোটি ১৮ লাখ টাকা। ওই মাসে ১ হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকা কম আদায় হয়। অক্টোবর মাসেও ১ হাজার ৬৩৮ কোটি ৩৫ লাখ টাকা কম আদায় হয়েছে। ওই মাসে ৬ হাজার ৫৫৭ কোটি টাকার বিপরীতে ৪ হাজার ৯১৮ কোটি ৬৫ লাখ টাকা আদায় হয়।

নভেম্বর মাসে ৬ হাজার ৬০৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৫ হাজার ৪৯৭ কোটি ৫৬ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ১২৪ কোটি ৪৪ লাখ টাকা কম। অন্যদিকে ডিসেম্বর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৬০৪ কোটি টাকা। বিপরীতে ৪ হাজার ৩৯৭ কোটি ৭ লাখ টাকা আদায় হয়। শুধু ডিসেম্বর মাসেই ২ হাজার ২০৬ কোটি ৯৩ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়।

এ বিষয়ে দাপ্তরিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম কাস্টমসের এক যুগ্ম কমিশনার বলেন, এখন সারাবিশ্বের অর্থনীতিতে মন্দা চলছে। দেশেও বিলাসী সামগ্রী আমদানিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে আমদানি কমে গেছে। যেহেতু চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেশিরভাগই আমদানি পণ্যের ওপর, সেহেতু আমদানি কমে যাওয়ার কারণেই মূলত রাজস্ব কম আদায় হয়েছে। যে অবস্থা বিরাজ করছে তা থেকে আগামী দিনগুলোতে উত্তোরণ ঘটানো কষ্টসাধ্য বলে মনে করেন তিনি।