বছরের প্রথমদিন ব্লকে ৩৬ কোম্পানির সাড়ে ১৪ কোটি টাকার লেনদেন

নতুন বছর ২০২৩ সালের প্রথমদিন শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য মোটেও ভালো যায়নি। এদিন সবকটি মূল্যসূচকের পতনের সঙ্গে কমেছে লেনদেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে।এমন মন্দার বাজারে রোববার (১ জানুয়ারি) ডিএসইর ব্লক মার্কেটের লেনদেনে ৩৬টি কোম্পানি অংশ নেয়। ৮২ বারে এসব কোম্পানির মোট ১৯ লাখ ৩৯ হাজার ৪০৭টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ ১৪ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকা।

ব্লকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সব থেকে বেশি লেনদেন হয়েছে বিকন ফার্মার। এ কোম্পানিটির ১ লাখ ১৯ হাজার ৫০০টি শেয়ার ৩ কোটি ১৩ লাখ ৯ হাজার টাকায় লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণ ফোনের ৯১ হাজার ৩০২টি শেয়ার ২ কোটি ৩৯ লাখ ২৯ হাজার টাকায় লেনদেন হয়েছে। ৭০ হাজার ৫০০টি শেয়ার ১ কোটি ৬৪ লাখ ৯৭ হাজার টাকায় লেনদেন হওয়ার মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং।

এ তিন প্রতিষ্ঠান বাদে বাকিগুলোর এককভাবে এক কোটি টাকার কম লেনদেন হয়েছে। এরমধ্যে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২৩ লাখ ৮৫ হাজার টাকা, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ১৯ লাখ ৬২ হাজার টাকা, বিডি থাই ফুডের ১৪ লাখ ৯৫ লাখ টাকা, বেক্সিমকোর ৬৩ লাখ ৫৫ হাজার টাকা এবং বসুন্ধরা পেপারের ১০ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন হয়েছে।

বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৩৮ লাখ ৩০ হাজার টাকা, কপারটেকের ২২ লাখ ১৪ হাজার টাকা, ঢাকা ডাইংয়ের ৫ লাখ টাকা, ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের ৭৮ লাখ ৫২ হাজার টাকা, ইস্টার্ন কেবলসের ৭ লাখ ১৮ হাজার টাকা, ই-জেনারেশনের ১৪ লাখ ৩৩ হাজার টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ৬৯ লাখ ৭২ হাজার টাকা, ফরচুন সুজের ৬৭ লাখ ৮৮ হাজার টাকা এবং জেনেক্স ইনফোসিসের ৮ লাখ ৬০ হাজার টাকা লেনদেন হয়েছে।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ১৫ লাখ ৭৫ হাজার টাকা, ইনডেক্স এগ্রোর ১০ লাখ টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৫ লাখ ৩২ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৫ লাখ ২ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ৩৫ লাখ ৬৩ হাজার টাকা, ম্যারিকো বাংলাদেশের ১০ লাখ ৫৬ হাজার টাকা, মনোস্পুল পেপারের ৫ লাখ ৮ হাজার টাকা, মেঘনা পেট্রোলিয়ামের ৮ লাখ ১৪ হাজার টাকা, ন্যাশনাল পলিমারের ১১ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ২৩ হাজার টাকা লেনদেন হয়েছে।

এছাড়া প্রাইম ফাইন্যান্সের ৫ লাখ ৪৭ হাজার টাকা, রেনেটার ১৩ লাখ ২১ হাজার টাকা, রিং শাইন টেক্সটাইলের ১৭ লাখ ৯০ হাজার টাকা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৫ লাখ টাকা, স্যালভো কেমিক্যালের ৫ লাখ ৫৮ হাজার টাকা, সি পার্ল বিচ রিসোর্টের ৩৮ লাখ ৬৭ হাজার টাকা, সোনালী পেপারের ৫ লাখ ৬৯ হাজার টাকা, স্কয়ার ফার্মার ২১ লাখ ৫৮ হাজার টাকা এবং সোনালী লাইফের ৬৭ লাখ ৮১ হাজার টাকা লেনদেন হয়েছে।